মেগা ম্যাচে দুই দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। সেমির টিকিট পাকা হয়ে যাওয়ায় টিম ইন্ডিয়া প্রথম একাদশে কোনও পরিবর্তন করে কিনা সেটাই দেখার। সেমির লড়াইয়ের আগে রিজার্ভ বেঞ্চের প্লোয়ারদের এই ম্যাচে খেলিয়ে দেখে নেওয়ার সুযোগ থাকছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। ইডেনের ২২ গজের চরিত্র বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়।
advertisement
অপরদিকে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি ম্যাচ বাদ দিলে পুরো প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে প্রোটিয়াদের ব্যাটিং লাইন তুলোধনা করছেন প্রতিপক্ষের বোলারদের। ফলে রবিবার ইডেনে শামি-সিরাজ-বুমরাহ-কুলদীপ-জাদেজার আরও একটি পরীক্ষার সামনে পড়তে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতীয় দলের অশ্বমেধের ঘোড়া থামাতে তৈরি প্রোটিয়ারা।
এক ঝলকে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব / ঈশান কিশান, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডিকক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, আইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাড, লুঙ্গি এনগিডি।
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা সাত ম্যাচে ৬টি জয় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ইডেন গার্ডেন্স মোটামুঠি ঠিক করে দেবে কারা হবে লিগ টপার।