TRENDING:

ICC World Cup 2023 India vs England: খোঁচা খাওয়া ইংল্যান্ডের কাছে জব্দ টিম ইন্ডিয়া! ২৩০ রানও উঠল না ভারতের

Last Updated:

ICC World Cup 2023 India vs England Live Updates Rohit Sharma Scored 87 Runs Indian Team Set 230 Runs Target for England in IND vs ENG ODI World Cup 2023: বিশ্বকাপে এই প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে চাপে পড়ল ভারতের ব্যাটিং। একা কুম্ভ হয়ে লড়াই ককে গেলেন অধিনায়ক রোহিত শর্মা। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করল ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুতে কিছুটা চাপে পড়লেও ম্যাচ সহজেই জিতেছিল ভারত। তারপর থেকে প্রতি ম্যাচেই ডমিনেট করেছে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন। এবারের বিশ্বকাপে এই প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে চাপে পড়ল ভারতের ব্যাটিং। একা কুম্ভ হয়ে লড়াই করে গেলেন অধিনায়ক রোহিত শর্মা। খেললেন ৮৭ রানে অধিনায়কোচিত ইনিংস। ৪৯ করে সূর্যকুমার যাদব ও ৩৯ করে কেএল রাহুল কিছুটা সঙ্গ দেন। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২৩০ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া।
রোহিত শর্মা (Photo Courtesy- AP)
রোহিত শর্মা (Photo Courtesy- AP)
advertisement

এদিন টস হেরে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুরুটা ভাল হয়নি ভারতের। শুভমান গিল ৯, বিরাট কোহলি ০, শ্রেয়স আইয়ার ৪ রানে ফেরেন সাজঘরে। ইংল্যান্ডের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে একা লড়াই করে যান রোহিত শর্মা। তাকে কিছুটা সঙ্গ দেন কেএল রাহুল। রোহিত ও রাহুল ঠান্ডা মাথায় ব্যাটিং করে ৯১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। ধীর গতিতে ব্যাটিং করলেও প্রয়োজন মত আক্রমণাত্মক শটও খেলেন দুজন। নিজের অর্ধশতরান পূরণ করেন রোহিত শর্মা।

advertisement

কেএল রাহুল ৩৯ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ৩৪ রান যোগ করেন। একটা সময় মনে হচ্ছিল রোহিতের বিশ্বকাপের অষ্টম শতরান শুধু সময়ের অপেক্ষা। তখনই ব্যক্তিগত ৮৭ রানে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো ভারত অধিনায়কের ইনিংস। রোহিত আউট হতেই পরপর আরও দুটি উইকেট পড়ে। রবীন্দ্র জাদেজ ৮ ও মহম্মদ শামি ১ রান করে আউট হন।

advertisement

আরও পড়ুনঃ Rohit Sharma: মাঠে নেমেই ‘সেঞ্চুরি’ অধিনায়ক রোহিত শর্মার, আরও এক নজির হিটম্যানের

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

অন্যদিকে, এদিন ছন্দে পাওয়া যায় সূর্যকুমার যাদব। নিজস্ব স্টাইলেই ব্যাটিং চালিয়ে যান সূর্য। বেশি কিছু মারকাটারি শটও খেলেন। কিন্তু ৪৯ রান করে সাজঘরে ফেরেন স্কাই। শেষের দিকে টেলেন্ডাররা উইকেটে থাকায় আর দ্রুত গতিতে রান তুলতে পারেনি ভারত। তবে জসপ্রীত বুমরাহ ১৬ ও কুলদীপ যাদব ৯ রানের অবদান রাখেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করল ভারত। ইংল্যান্ডের ৩টি উইকেট নেন ডেভিড উইলি। ২টি করে উইকেট নেন ক্রিস ওকস ও আদিল রাশিদ। একটি উইকেট নেন মার্ক উড।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023 India vs England: খোঁচা খাওয়া ইংল্যান্ডের কাছে জব্দ টিম ইন্ডিয়া! ২৩০ রানও উঠল না ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল