এদিন টস হেরে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুরুটা ভাল হয়নি ভারতের। শুভমান গিল ৯, বিরাট কোহলি ০, শ্রেয়স আইয়ার ৪ রানে ফেরেন সাজঘরে। ইংল্যান্ডের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে একা লড়াই করে যান রোহিত শর্মা। তাকে কিছুটা সঙ্গ দেন কেএল রাহুল। রোহিত ও রাহুল ঠান্ডা মাথায় ব্যাটিং করে ৯১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। ধীর গতিতে ব্যাটিং করলেও প্রয়োজন মত আক্রমণাত্মক শটও খেলেন দুজন। নিজের অর্ধশতরান পূরণ করেন রোহিত শর্মা।
advertisement
কেএল রাহুল ৩৯ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ৩৪ রান যোগ করেন। একটা সময় মনে হচ্ছিল রোহিতের বিশ্বকাপের অষ্টম শতরান শুধু সময়ের অপেক্ষা। তখনই ব্যক্তিগত ৮৭ রানে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো ভারত অধিনায়কের ইনিংস। রোহিত আউট হতেই পরপর আরও দুটি উইকেট পড়ে। রবীন্দ্র জাদেজ ৮ ও মহম্মদ শামি ১ রান করে আউট হন।
আরও পড়ুনঃ Rohit Sharma: মাঠে নেমেই ‘সেঞ্চুরি’ অধিনায়ক রোহিত শর্মার, আরও এক নজির হিটম্যানের
অন্যদিকে, এদিন ছন্দে পাওয়া যায় সূর্যকুমার যাদব। নিজস্ব স্টাইলেই ব্যাটিং চালিয়ে যান সূর্য। বেশি কিছু মারকাটারি শটও খেলেন। কিন্তু ৪৯ রান করে সাজঘরে ফেরেন স্কাই। শেষের দিকে টেলেন্ডাররা উইকেটে থাকায় আর দ্রুত গতিতে রান তুলতে পারেনি ভারত। তবে জসপ্রীত বুমরাহ ১৬ ও কুলদীপ যাদব ৯ রানের অবদান রাখেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করল ভারত। ইংল্যান্ডের ৩টি উইকেট নেন ডেভিড উইলি। ২টি করে উইকেট নেন ক্রিস ওকস ও আদিল রাশিদ। একটি উইকেট নেন মার্ক উড।