কলকাতায় খেলতে এসে এখানকার খাবারে মজেছেন অনেক বিদেশী ক্রিকেটারই। শপিংও কোনও নতুন বিষয় নয়। কিন্তু কলকাতা এতটাই পছন্দ হয়েছে যে এখান থেকে বিয়েক শপিং করেছেন কোনও বিদেশী ক্রিকেটার এমন উদাহরণ খুব একটা নেই। জানা গিয়েছে কলকাতার নামকরা ডিজাইনার সব্যসাচীর একটি ডিজাইনার শেরওয়ানি এতটাই পছন্দ হয়েছে বাবর আজমের যে তিনি তা কিনতে দাম নিয়ে দুবার ভাবেননি। ৭ লক্ষ টাকা দিয়ে সেই শেরওয়ানি কিনিছেন বাবর আজম।
advertisement
তবে শুধু শেরওয়ানি নয়, কয়েক লক্ষ টাকার গয়নাও কিনেছেন পাক অধিনায়ক। এছাড়া করেছেন অন্যান্য শপিংও। কলকাতায় আরও একটি ম্যাচ রয়েছে পাকিস্তানের। ১১ নভেম্বর ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাবররা। ফল সেই সময়ও আবার কয়েক দিন কলকাতায় থাকবে পাক দল। তখন আবার বাবর আজম সেটাই দেখার।
প্রসঙ্গত, চলতি বছরেঅ জীবনের ২২ নতুন ইনিংস শুরু করতে চলেছেন বাবর আজম। কয়েকদিন বাদেই বাবরের বিয়ে। তাঁর পরিবারের লোকজন তা নিয়ে তোড়জোর শুরু করে দিয়েছে। ফলে বিশ্বকাপের ফাঁকে বিয়ের বাজারটাও সেরে রাখলেন পাক অধিনায়ক।