TRENDING:

ICC Women's World Cup 2022: কুর্নিশ স্মৃতি মন্ধানা, আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রানের মালকিন ভারতীয় কন্যা

Last Updated:

স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) মহিলা বিশ্বকাপের (ICC Women's World Cup 2022) ২২ তম লিগ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৭ রান পূরণ করার সঙ্গে সঙ্গেই ৫০০০ রান পূরণ করে নেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হ্যামিলটন: ভারতীয় মহিলা ক্রিকেটের ওপেনিং ব্যাটসম্যান স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) আন্তর্জাতিক ক্রিকেটে এক বড় মাইলস্টোন পেরোলেন৷ মহিলা বিশ্বকাপে (ICC Women's World Cup 2022) ভারত বনাম বাংলাদেশ (Ind vs Ban) ম্যাচে ব্যাট করার সময় আন্তর্জাতিক কেরিয়ারে ৫হাজার রান পূরণ করলেন তিনি৷ স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) নিউজিল্যান্ডের হ্যামিলটনে মহিলা বিশ্বকাপের মঞ্চে এই কৃতিত্ব অর্জন করলেন৷ বাঁহাতি স্মৃতির এবারের বিশ্বকাপে পারফরম্যান্স বেশ ভাল , তিনি ভারতীয় দলের জার্সিতে এখনও অবধি ২৫০ রান করে ফেলেছেন৷
smriti mandhana completes 5000 international runs in Ind vs Ban- Photo Courtesy-BCCI/Twitter
smriti mandhana completes 5000 international runs in Ind vs Ban- Photo Courtesy-BCCI/Twitter
advertisement

স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) মহিলা বিশ্বকাপের (ICC Women's World Cup 2022) ২২ তম লিগ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৭ রান পূরণ করার সঙ্গে সঙ্গেই ৫০০০ রান পূরণ করে নেন৷ তিনি তারপরেই মহিলা ক্রিকেটে ৫০০০ রান বানানো এলিট ক্লাবে সামিল হয়ে যান৷ ভারত বনাম বাংলাদেশ (Ind vs Ban) ম্যাচে তিনি মোট ৩০ রান করেন৷ ৫১ বলে ৩ টি চারের সাহায্যে ৩০ রান করেন৷ মন্ধানা এরপর বড় রানের দিকে যখন খেলতে যাচ্ছিলেন তখন তিনি আউট হয়ে যান৷

advertisement

আরও পড়ুন - How to get Easy Loan: ব্যবসার জন্য লোন? এক নজরে দেখে নিন সেরা সুযোগ দিচ্ছে কোন ব্যাঙ্ক

এদিকে স্মৃতি মন্ধানা এই কৃতিত্ব অর্জন করার পর ট্যুইটে তাঁকে নেটিজেনরা শুভেচ্ছা জানান৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ম্যাচে স্মৃতি মন্ধানা র জন্য নিশ্চিতভাবেই বিশেষ৷ বাঁ হাতি ব্যাটসম্যান স্মৃতি একদিনের ক্রিকেট ২৭১৭ রান করেছেন৷ টেস্টে ক্রিকেটে িনি ৩২৫ রান করেছে, এবং টি টোয়েন্টিতে ১৯৭১ রান করেছেন৷ টি টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ব্যাট থেকে ধামাক হয়৷ এইভাবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ হাজার রানের মালিক হলেন৷ এর আগে ভারতীয় মহিলাদের মধ্যে মিতালি রাজ ও হরমনপ্রীত কউর এই কৃতিত্ব অর্জন করেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ICC Women's World Cup 2022: কুর্নিশ স্মৃতি মন্ধানা, আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রানের মালকিন ভারতীয় কন্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল