অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেগা সেমি ফাইনাল ম্যাচে মোট তিনটি পরিবর্তন হয়েছে। হরমনপ্রীত কউরের অসুস্থতার কারণে না খেলার যে জল্পনা তৈরি হয়েছিল তা আদতে হয়নি। দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কউর। তবে দলে মোট তিনটি পরিবর্তন হয়েছে। দেবীকা বৈদ্য, পুজা বস্ত্রকর ও রাজেশ্বরী গায়কোয়ারকে এই ম্যাচে ডাগ আউটেই থাকতে হচ্ছে। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন যস্তিতা ভাটিয়া, স্নেহ রানা ও রাধা যাদব। দলে অলরাউন্ডারের সংখ্যা বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েথে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
ভারতীয় মহিলা দলের প্রথম একাদশ: স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, জেমাইমা রড্রিগেজ, হরমনপ্রীত কউর (অধিনায়ক), যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), শিখা পাণ্ডে, স্নেহ রানা, রাধা যাদব, রেণুকা সিং।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: বেথ মুনি (উইকেটকিপার), মেগ ল্যানিং (অধিনায়ক), গ্রেস হ্যারিস, তাহিলা ম্যাকগ্রা, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার, জেস জোনাসেন, মেগান স্কাট, অ্যালিসা হেলি, ডার্সি ব্রাউন ও জর্জিয়া ওয়ারহ্যাম।