আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এবারের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বে রয়েছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপ শুরু হতে বাকি নেই আর ২ মাসও। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তা যদি না ঠিক হয় তাতে টি-২০ বিশ্বকাপ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিষয়টির উপর নজর রাখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিরাপত্তা সুনিশ্চিত করাই আইসিসির প্রধান লক্ষ্য।
advertisement
এই বিষয়ে আইসিসির এক কর্তা বলেছেন,”আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ে আমাদের বিশেষজ্ঞরা বাংলাদেশের সঙ্গে কথা বলেছে। আমাদের মূল লক্ষ্য খেলতে আসা সকল দেশের নিরাপত্তা। হাতে এখনও কিছুটা সময় রয়েছে। তারপরই সবদিক বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
আরও পড়ুনঃ Gautam Gambhir: ভারতীয় দলে গম্ভীরের ফতোয়া! হিতে বিপরীত হবে না তো? জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত, এবারের মহিলা টি-২০ বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে জোর কদমে এগোচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১০ দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা সিলেট ও ঢাকায়। পরিস্থিতি কবে শান্ত হবে তা নিয়ে এখন সন্দিহান সকলেই। সূত্রের খবর, প্ল্যা ‘বি’ প্রস্তুত রাখছে আইসিসি।