TRENDING:

Afghanistan thrash Scotland : মুজিব এবং রশিদ খানের স্পিনের মায়াজালে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল আফগানিস্তান

Last Updated:

ICC T20 World Cup Afghanistan outclass Scotland by 130 runs courtesy brilliant spell from Rashid Khan and Mujeeb ur Rahman . প্রথম ম্যাচেই দুরন্ত ক্রিকেট উপহার দিল আফগানরা। স্কটল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করল তারা।মুজিব উর রেহমান ৫ আর রশিদ খান ৪ উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডকে আটকে দিয়েছেন ৬০ রানেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্কটিশদের নিয়ে ছেলেখেলা আফগানদের
স্কটিশদের নিয়ে ছেলেখেলা আফগানদের
advertisement

#শারজা: দেশে অরাজগতা। তালিবানি শাসন। টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান দল পাঠাতে পারবে কিনা প্রশ্ন চিহ্ন ছিল। কিন্তু এদিন প্রথম ম্যাচেই দুরন্ত ক্রিকেট উপহার দিল আফগানরা। স্কটল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করল তারা। এখনো পর্যন্ত এ বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর। এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়। প্রথম বোলার হিসেবে ৫ উইকেট। সবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়— শারজায় স্কটল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করার ম্যাচে এক রাতেই আফগানরা করল এত কিছু!

advertisement

প্রথমে ব্যাটিং করে নাজিবুল্লাহ জাদরানের ফিফটি, হজরতউল্লাহ জাজাই আর রহমানউল্লাহ গুরবাজের ৪০-পেরোনো ইনিংসে ৪ উইকেটে ১৯০ রান তুলেছিল আফগানিস্তান। পরে মুজিব উর রেহমান ৫ আর রশিদ খান ৪ উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডকে আটকে দিয়েছেন ৬০ রানেই। প্রথমবারের মতো বিশ্বকাপের প্রথম পর্ব পেরোনো স্কটল্যান্ড আফগানদের বিপক্ষে হেরেছে ১৩০ রানের বিরাট ব্যবধানে। পাওয়ার প্লের পরের ৪ ওভার একটু ‘শান্ত’ ছিলেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা।

advertisement

এই সময়ে বাঁহাতি স্পিনার মার্ক ওয়াটের বলে বোল্ড হয়েছেন ৩০ বলে ৪৪ রান করা জাজাই, রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ২৪ বলে ২৮ রান। জাজাই মেরেছেন ৩ চারের সঙ্গে ৩টি ছয়। এরপর নাজিবুল্লাহ জাদরান নেমেই শুরু করেন আক্রমণ। ধীরে শুরু করা গুরবাজও যোগ দিয়েছেন এরপর। এ দুজনের জুটিতে উঠেছে ৫২ বলে ৮৭ রান। গুরবাজ করেছেন ৩৭ বলে ৪৬, ১টি চারের সঙ্গে মেরেছেন ৪টি ছয়। বিশাল রান তাড়ায় পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই স্কটল্যান্ড পরিণত হলো ৩৬ রানে ৫ উইকেটে, অথচ তখনো বোলিংয়েই আসেননি রশি খান।

advertisement

মুজিব নিজের শেষ ওভারে এসে নিয়েছেন পঞ্চম উইকেট, মার্ক ওয়াটকে বোল্ড করে। মুজিব বোলিং শেষ করেছেন ক্যারিয়ার-সেরা পরিসংখ্যান (৫/২০) নিয়ে। বাকি কাজ শেষ করতে রশিদ বেশি সময় নেননি। ক্রিস গ্রিভস ও জশ ডেভি হয়েছেন এলবিডব্লু। ম্যাচের ১১তম ওভারে হুইলকে বোল্ড করেছেন রশিদ, এ লেগস্পিনার ৪ উইকেট নিয়েছেন ৯ রানে। স্কটল্যান্ড থেমেছে ১০.২ ওভারেই।

advertisement

টুর্নামেন্ট শুরুর আগেই রশিদ খান বলেছিলেন এবারের বিশ্বকাপ হতে চলেছে স্পিনারদের। আসলে আইপিএল পেলে তিনি বুঝতে পেরেছিলেন আরব আমিরশাহির উইকেট স্পিনারদের সাহায্য করছে। আজ সানরাইজার্স হায়দারাবাদ নয়, আফগানিস্তানের জার্সিতে আবার জ্বলে উঠলেন সাম্প্রতিক সময়ের সেরা লেগ স্পিনার। যোগ্য সহযোগী মুজিবুর রহমান।

বাংলা খবর/ খবর/খেলা/
Afghanistan thrash Scotland : মুজিব এবং রশিদ খানের স্পিনের মায়াজালে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল আফগানিস্তান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল