২০২২ সালের টি২০ বিশ্বকাপের সেরা ৮ দল এই বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে চলেছে। এ ছাড়াও ইউরোপ, ইস্ট এশিয়া-প্যাসিফিক, আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা মহাদেশ থেকে কোয়ালিফাইং রাউন্ড খেলে অংশ নিতে চলেছে ৮টি দেশ। বিশ্বকাপ আয়োজন করার জন্য সরাসরি খেলার সুযোগ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। আইসিসি টি২০ র্যাঙ্কিং-এর ভিত্তিতে এ বার সুযোগ পাবে আরও ২ দেশ। প্রথম পর্বে প্রতিটি দল খেলবে চারটি ম্যাচ। দ্বিতীয় পর্বে যারা সুযোগ পাবে, তারা সেই পর্বে তিনটি ম্যাচ খেলে সেমিফাইনালে সুযোগ পাবে পয়েন্টের ভিত্তিতে।
advertisement
আরও পড়ুনঃ আইপিএল প্লেঅফে ওঠার আগেই বিদায় নিতে পারে কেকেআর? এই অঙ্ক ভয় ধরাচ্ছে
২০টি দেশকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে। এর মধ্যে পয়েন্টের ভিত্তিতে সেরা ২ দল সুযোগ পাবে পরের রাউন্ডে। ৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে পরের রাউন্ড। ৮টি দলকে ভাগ করে দেওয়া হবে দুই গ্রুপে। এই দুই গ্রুপের ৮টি দলের মধ্যে পয়েন্টের ভিত্তিতে প্রতিটি গ্রুপ থেকে দু’টি দল সুযোগ পাবে পরের রাউন্ডে। দ্বিতীয় পর্বের সেরা চার দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। সেমি ফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে।