পুলওয়ামা হামলায় মৃত ৪০ জওয়ানকে শ্রদ্ধা জানাতে গত মার্চে সেনার টুপি পরে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলেছিল গোটা ভারতীয় দল৷ তা নিয়ে বিতর্কও কম হয়নি৷ আইসিসি-র কাছে ভারতের শাস্তির দাবি করে পাকিস্তান৷ পাকিস্তানের তথ্য-সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরি ট্যুইট করে লেখেন, 'এটা নেহাতই কোনও ক্রিকেট খেলা নয়। সেনা টুপি পরে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দিচ্ছে ভারত!'
ভারতের সেনার টুপি পরার উত্তর দিতে চেয়ে বিশ্বকাপের মঞ্চই বেছে নিয়েছিল পাকিস্তান দল৷ পিসিবি-র কাছে সরফরাজ আহমেদদের দাবি ছিল, তাঁরা চান ১৬ জুন ভারতের প্রতিটি উইকেট অন্যভাবে সেলিব্রেট করতে৷ কিন্তু পিসিবি রাজি হয়নি৷ পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, 'অন্য দল যা করেছে, তা আমরা করব না৷ কেউ সেঞ্চুরি করে সেনাকে শ্রদ্ধা জানাতেই পারেন, যেমন ২০১৬ সালে লর্ডস টেস্টে মিসবা উল হক সেঞ্চুরি করে পুশ-আপ করেছিলেন৷ ওটা ছিল সেনার প্রতি শ্রদ্ধার্ঘ৷ কিন্তু উইকেট পড়লে অন্য ভাবে সেলিব্রেশন করার দরকার নেই৷'