অবশেষে বেলা ৩টে নাগাদ ঘোষণা করা হয় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল। জসপ্রীত বুমরাহকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ফিট হলে তিনি খেলবেন আর তা না হলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সময় রয়েছে। এছাড়া দলে ফিরেছেন অপর তারকা পেসার মহম্মদ শামিও। পেস অ্যাটাক থেকে বাদ পড়েছেন মহম্মদ সিরাজ। তার জায়গায় অর্শদীপ সিংয়ের উপর আস্থা রেখেছে নির্বাচকরা।
advertisement
অপরদিকে, ব্যাটিং লাইনে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। রোহিত ও গিলের সঙ্গে তৃতীয় ওপনার হিসেবে সুযোগ পেয়েছেন যশস্বী। এছাড়া দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার ও হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলি অটোমেটিক চয়েজ। স্পিনার অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। কিপার হিসেবে দলে রয়েছেন ঋষভ পন্থ ও কেএল রাহুল। টি-২০ ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের পরও বাদ পড়েছেন সঞ্জু স্যামসন। মনে করা হয়েছিল অস্ট্রেলিয়া সফরে ভাল ব্যাটিংয়ের পর সুযোগ পাবেন নীতিশ কুমার রেড্ডি। তবে তা হয়নি।
এক ঝলকে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (ফিটনেস সার্টিফিকেট পেলে তবে), মহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্থ।
আরও পড়ুনঃ GK: ক্রিকেট নিয়ে তো খুব হইচই করেন, বলুন তো আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ছয় কে মেরেছিল?
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। আর তৃতীয় ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আগামী ২ মার্চ হবে সেই ম্যাচ। আর ভারতের তিনটি ম্যাচই হবে দুবাইয়ে। ভারতীয় সময় অনুযায়ী, দুপুর ২ টো ৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হবে।