আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান ঘোষণার পর থেকেই ভারত সাফ জানিয়ে দিয়েছিল তারা যাবে না। যা নিয়ে কম জল ঘোলা হয়নি। অবশেষে বৃহস্তিবার আইসিসির তরফ থেকে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে আয়োজক দেশ পাকিস্তান হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি হবে নিউট্রাল ভেন্যুতে। সেক্ষেত্রে এগিয়ে ইউএই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
advertisement
তবে ভারতের শর্ত মানার পাশাপাশি পাকিস্তানের দাবিও কিছুটা মান্যতা পেয়েছে। ভারতের না যাওয়ার সিদ্ধান্তের পর পিসিবি জানিয়েছিল তারাও ২০৩১ পর্যন্ত ভারতের মাটিতে কোনও আইসিসি ইভেন্টে খেলতে আসবে না। সেই দাবি ২০২৭ পর্যন্ত মানা হয়েছে। ২০২৫ সালে মহিলাদের বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপ যথাক্রমে একক এবং যৌথভাবে আয়োজন করবে ভারত। কিন্তু পাকিস্তানের ম্যাচগুলি রাখতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। ২০২৮ সালে পাকিস্তানে আয়োজিত মহিলাদের টি-২০ বিশ্বকাপও হবে হাইব্রিড মডেলে। তবে ভারতের পাকিস্তানে না যাওয়া আর পাকিস্তানের ভারতে না আসার অভিঘাত সম্পূর্ণ আলাদা। ফলে এই যুদ্ধেও ভারতের কাছে পাকিস্তা হারল তা বলাই যায়।
আরও পড়ুনঃ Virat Kohli: শীঘ্রই ভারত ছাড়তে চলেছেন বিরাট কোহলি! ‘কোচের’ কথায় বড় ইঙ্গিত!
প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সাধারণত কোনও আইসিসি প্রতিযোগিতার ৩ মাস আগে সূচি ঘোষণা হয়ে যায়। কিন্তু এবার ভারত-পাক জটিলতার কারণে তা এখনও ঘোষণা হয়নি। তবে এবার ভেন্যু নিয়ে সমস্যা মিটে যাওয়ার পর খুব শীঘ্রই সূচি ঘোষণা করা হবে বলে খবর আইসিসি সূত্রে।