মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারতীয় দলের। টস জিতে দুবাইতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। টস হারলেও খুব একটা আক্ষেপ নেই রোহিত শর্মার। রান তাড়া করাই পরিকল্পনা ছিল ভারতীয় দলের। ভারতীয় দলের প্রথম একাদশে তেমন কোনও বড় চমক দেননি কোচ গৌতম গম্ভীর।
এক ঝলকে দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, হর্ষিত রানা।
advertisement
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তোহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি,রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম শাকিব, তাসকিন আহমেদ।
প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত মোট ৪১ ওয়ানডে ম্য়াচে একে অপরের হয়েছে। ৩২টি ম্য়াচে টিম ইন্ডিয়া জিতেছে। বাংলাদেশ জিতেছে মাত্র আটটি ম্য়াচ। একটি ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে। বৃহস্পতিবার দুবাইতে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।