TRENDING:

Chappell Rohit : ভারতের সহ অধিনায়ক হিসেবে রোহিতকে পছন্দ ইয়ান চ্যাপেলের

Last Updated:

Ian Chappell wants Rohit Sharma as the vice captain of Indian test team. ভারতের বর্তমান সহ অধিনায়ক রাহানেকে টেস্ট দলে না রাখার পক্ষে ইয়ান চ্যাপেল। আর সেই জন্যই সেই দায়িত্ব তিনি রোহিত শর্মার উপর দিতে চান। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড- ভারত টেস্ট সিরিজে ভারত খুব ভালো খেলেছে বলে মনে করেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আর সেই জন্যই সেই দায়িত্ব তিনি রোহিত শর্মার উপর দিতে চান। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড- ভারত টেস্ট সিরিজে ভারত খুব ভালো খেলেছে বলে মনে করেন তিনি। ইংল্যান্ডের ঘরের মাঠে ইংল্যান্ডকে কঠিন টক্কর দিয়েছে বিরাট কোহলির দল। তার মতে দলের সকল খেলোয়াড় যেই ম্যাচেই সুযোগ পেয়েছে নিজের সেরাটা দিয়েছে। আর এই জন্যই তারা বিদেশের মাঠে ভাল পারফর্ম করেছে বলে মত ইয়ান চ্যাপেলের।

advertisement

ভারতীয় দলের এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্যই অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছে দল এবং ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে আছে এই ভারতীয় দল, মনে করেন প্রাক্তন এই অস্ট্রেলীয় ক্রিকেটার।একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যে ভারতীয় দলে কিছু পরিবর্তন করলেই এই দল আরো ভাল হবে,তবে দলকে এই পারফরম্যান্স লেভেল বজায় রাখতেই হবে সাফল্যের চূড়ায় ওঠার জন্য।

advertisement

তার মতে ভারতীয় টেস্ট দলে অশ্বিন এবং হার্দিক পান্ডিয়াকে ব্যাবহার করা উচিৎ। এই দুইজন ক্রিকেটার মিডল অর্ডারে ভারতীয় ব্যাটিংয়ে যেমন সাহায্য করবে ঠিক সেভাবেই বোলিংয়েও নিজদের সেরাটা দেবে।বিশ্ব টেস্ট বোলার রাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা অশ্বিন টেস্টে ব্যাটে এবং বল হতে ভারতের হয়ে অনেক ভাল পারফরম্যান্স দিয়েছেন তাই তাকে দলে রাখা উচিৎ দল নির্বাচকদের।

advertisement

তাই জন্যই তিনি রাহানেকে সরিয়ে অশ্বিনকে দলে রাখার পক্ষে।রাহানের খারাপ ফর্ম এর অন্যতম প্রধান কারণ। দলে আরো একটি পরিবর্তন এর কথা বলেছেন ইয়ান চ্যাপেল। রবীন্দ্র জাদেজার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে মিডিল অর্ডারে খেলানো যেতে পারে। হার্দিক পান্ডিয়া, একজন অলরাউন্ডার যিনি দলের পেস বোলিংয়ে বিভাগে সাহায্য করতে পারেন শামি, সিরাজ বুমরাহদের।

পাশাপাশি ব্যাট হাতে হার্দিক রান করার ক্ষমতা রাখেন। যদিও তিনি মূলত সাদা বলের ক্রিকেটার, তবুও মানতে অসুবিধা নেই সুযোগ পেলে টেস্ট ক্রিকেটেও নিজেকে প্রমাণ করবেন পান্ডিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Chappell Rohit : ভারতের সহ অধিনায়ক হিসেবে রোহিতকে পছন্দ ইয়ান চ্যাপেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল