TRENDING:

How KKR qualify for IPL 2023 Playoffs: শেষ ম্যাচে লখনউকে হারালে প্লে অফে যাবে কেকেআর! জানুন কীভাবে স্বপ্নপূরণ হতে পারে নাইটদের

Last Updated:

How KKR qualify for IPL 2023 Playoffs: কেকেআর সমর্থকরা মুম্বই বনাম লখনউ ম্যাচে রোহিতদের জয় দেখতে চেয়েছিল। তাতে লখনউকে ১৩ পয়েন্টে আটকে রাখা যেত। কিন্তু এলএসজি জিতে যাওয়ায় পৌছে গেল ১৫ পয়েন্ট। ফলে কেকেআর শেষ হয়ে গিয়েছে বলে মনে করছেন অনেকে। কিন্তু খাতায়-কলমে এখনও প্লে অফে যাওয়ার ক্ষীণ আশা রয়েছে কেকেআরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শনিবার ইডেন গার্ডেন্সে গ্রুপের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে শেষ ম্যাচ জিতলে কী কেকেআরেরে প্লে অফে যাওয়ার কোনও সম্ভাবনা থাকবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন কলকাতার ফ্যানেদের কাছে। শনিবারের মহারণের আগে মঙ্গলবার কেকেআর সমর্থকরা মুম্বই বনাম লখনউ ম্যাচে রোহিতদের জয় দেখতে চেয়েছিল। তাতে লখনউকে ১৩ পয়েন্টে আটকে রাখা যেত। কিন্তু এলএসজি জিতে যাওয়ায় পৌছে গেল ১৫ পয়েন্ট। ফলে কেকেআর আশা শেষ হয়ে গিয়েছে বলে মনে করছেন অনেকে। কিন্তু খাতায়-কলমে এখনও প্লে অফে যাওয়ার ক্ষীণ আশা রয়েছে কেকেআরের।
advertisement

আইপিএলের লিগ টেবিলের বর্তমান যা অবস্থা তাতে একমাত্র গুজরাত টাইটান্স ছাড়া প্লে অফে জায়গা পাকা করতে পারেনি কোনও দল। বিশেষ করে দ্বিতীয় স্থানে কোনও দল শেষ করবে তা নিয়েও চলছে লড়াই। তবে যদি কেকেআরের কথায় আসি তাহলে নাইটদের পয়েন্ট ১২। শেষ ম্যাচে ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততেই হবে কেকেআরকে। ১৪ পয়েন্ট পৌছে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। মুম্বইয়েরও পয়েন্ট ১৪। শেষ ম্যাচ রোহিতদের সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। কেকেআর চাইবে সেই ম্যাচে হেরে যাক মুম্বই ইন্ডিয়ান্স। কারণ হায়দরাবাদ ও দিল্লি দুই দল প্লে অফের দৌড়ে নেই। তারা ম্যাচ জিতলে কেকেআরের কোনও সমস্যা নেই। উল্টে লাভ রয়েছে।

advertisement

এছাড়া ১৬ পয়েন্টে পৌছনোর সুযোগ রয়েছ পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ১৪ পয়েন্টে শেষ করতে পারে রাজস্থান। পঞ্জাব ও রাজস্থানের ম্যাচ কেকেআরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেকেআরের আশা জিইয়ে রাখতে হলে সেই ম্যাচ রাজস্থানকে জিততে হবে। তবে খুবই কম ব্যবধানে। এক উইকেট বা ১-২ রানে। তাতে খুব একটা রানরেট বাড়বে না। ১৪-তে পৌছবে সঞ্জু স্যামসনের দল। আর পঞ্জাবকে নিজেদের শেষ ম্যাচ হারতে হবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তাতে পঞ্জাবও আটকে থাকবে ১৪ পয়েন্ট।

advertisement

আরও পড়ুনঃ IPL 2023: আইপিএলে রয়েছে সেঞ্চুরি ও হ্যাটট্রিক দুটিই, চিনে নিন ভারতের একমাত্র ক্রিকেটারকে

আরও পড়ুনঃIPL 2023: পেটের দায়ে ভাঙা হাত নিয়ে নাচছে চিয়ার লিডার, কোটি টাকার লিগে লজ্জাজনক ঘটনা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অপরদিকে, আমরা যদি আরসিবির দিকে দেখি তাহলে ডুপ্লেসি-কোহলিদের শেষ দুটি ম্যাচে প্রতিপক্ষ গুজরাত ও হায়দরাবাদ। এই দুটি ম্যাচই যদি আরসিবি হেরে যায় তাহলে ১২-তেই আটকে থাকবে। এই সকল অঙ্ক মিললে গুজরাত, চেন্নাই ও লখনউ প্লে অফে জায়গা পাকে করে ফেলবে। আর ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানের লড়াইয়ে থাকবে কেকেআর, পঞ্জাব ও রাজস্থান। ফলে লখনউয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ও এই সকল সমীকরণ মিলতে হবে কেকেআরের প্লে অফে জায়গা পাকা করতে হলে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
How KKR qualify for IPL 2023 Playoffs: শেষ ম্যাচে লখনউকে হারালে প্লে অফে যাবে কেকেআর! জানুন কীভাবে স্বপ্নপূরণ হতে পারে নাইটদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল