শুধু পারফরম্যান্সই নয়, ক্রিকেট সমর্থকরা মাঠের বাইরেও ক্রিকেটারদের বিভিন্ন দিকের উপর নজর রাখেন। ২০২৪ আইপিএলের জন্য কেকেআরের নতুন জার্সি দেখে কলকাতা নাইট রাইডার্স ভক্তরা হতাশ হয়েছেন। X (আগে যা টুইটার ছিল)-এ একটি পোস্টের মাধ্যমে নতুন জার্সির ডিজাইন নিয়ে প্রশ্ন উঠেছে।
এক ব্যক্তি ব্রেন্ডন ম্যাককালামের একটি ছবি শেয়ার করেছেন। তিনি আইপিএলের প্রথম মরশুমের জার্সি পরে রয়েছেন। ২০০৮ সালের কেকেআর জার্সির সঙ্গে এবারের জার্সির আকাশ-পাতাল তফাত। আর সেই পার্থক্য একেবারেই পছন্দ নয় ভক্তদের।
advertisement
আরও পড়ুন- বুকে টেনে নেওয়া, কাঁধে হাত রেখে গল্প, ধোনি-বিরাটের ব্রোমান্স নেট কাঁপাচ্ছে
আগে কেকেআরের জার্সি ছিল আকর্ষণীয়। অনেকেই তা মনে করেন। হেলমেটে ছিল সোনালী হরফে লেখা থাকত- “কলকাতা নাইট রাইডার্স”। শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ২০১০ আইপিএল-এ তাদের অফিসিয়াল জার্সি নতুন করে সাজানোর সিদ্ধান্ত নেয়। কালো শেড গায়েব। এখন জার্সি বেগুনি রঙের।
KKR এবারের জার্সিতে বেগুনি এবং সোনালী রঙের সমন্বয় রেখেছে। কিন্তু এবার একটি নির্দিষ্ট প্যাটার্ন বেছে নিয়েছে তারা। আর সেটাই একেবারে অপছন্দ সমর্থকদের। জার্সির সোনালী টেক্সচার অনেকেরই পছন্দ হয়নি।
আরও পড়ুন- প্রথম ম্যাচেই মহা ধামাকা! নাইটদের মনোবল বাড়াতে আজ ইডেনে থাকবেন শাহরুখ খান
একজন X হ্যান্ডেলে লিখেছেন, “খেলাধুলার ইতিহাসে এটি সবচেয়ে বড় অবনতি।” উল্লেখ্য, কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর মেন্টর হিসাবে ফিরেছেন। ২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বে শেষবার ট্রফি জিতেছিল নাইটরা। গত মরসুমে কেকেআর সপ্তম স্থানে শেষ করেছিল।