ভারতের দেওয়া ৩৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৫০ রানে ১ উইকেট। ক্রিজে ছিলেন বেন ডাকেট ও অলি পোপ। চতুর্থ দিনে ঠান্ডা মাথায় ব্যাটিং শুরু করেন দুজন। রবিবার ইংল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দিতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয় ভারতকে। হাফ সেঞ্চুরি করার পর প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হন ডাকেট। তীয় উইকেট পড়ে অলি পোপের। মহম্মদ সিরাজের ইন সুইংয়ে পুরোপুরি পরাস্ত হন ইংল্যান্ড অধিনায়ক। ২৭ রান করে এলবিডব্লুউ আউট হন অলি পোপ। ১০৬ রানে তৃতীয় উইকেট পড়ে।
advertisement
এরপর দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান হ্যারি ব্রুক ও জো রুট। একদিকে মারকাটারি ব্যাটিং করেন ব্রুক। অন্যদিকে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন রুট। ব্রুকের একটি শট বাউন্ডারি লাইনে ক্যাচ ধরলেও সিরাজের পা লেগে যায় দড়িতে। জীবনদান পান তারকা ব্যাটার। সেখানেই ঘুড়ে যায় খেলার মোড়। আর কোনও সুযোগ দেননি দুই ব্যাটার। ঝোড়ো শতরান করেন ব্রুক।
আরও পড়ুনঃ Knowledge Story: ভারতের কোন ‘ভাষা’ উল্টো লিখলেও সোজা দেখায়? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস
চা বিরতির আগে ৩০১ রানে চতুর্থ উইকেট পড়ে ইংল্যান্ডের। ৯৮ বলে ১১১ রানে অনবদ্য ইনিংস খেলে আউট হন হ্যারি ব্রুক। অপরদিকে, চা বিরতির আগে নিজের শতরানের দোরগোড়ায় পৌছে গিয়েছেন রুট। ৯৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। চা বিরতি পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৩১৭ রানে ৪ উইকেট। ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ৫৭ রান। শেষ সেশনে আর ভারতের দরকার অলৌকিক কোনও পারফরম্যান্স।