TRENDING:

Hardik Pandya : বিয়ে ভেঙেছে, প্রাক্তন স্বামী বান্ধবীর সঙ্গে অন্তরঙ্গ! হার্দিকের 'খোলামেলা' ছবি দেখে নাতাশা যা বললেন, মন খারাপ বহু মানুষের

Last Updated:

Hardik Pandya New Girlfriend- ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া আবারও শিরোনামে রয়েছেন। সম্প্রতি তিনি মাহিকা শর্মার সঙ্গে নিজের সম্পর্ক অফিশিয়ালি নিশ্চিত করেছেন। হার্দিক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিকার সঙ্গে অনেক ছবি শেয়ার করেছেন, যেখানে দু’জনকে ছুটি উপভোগ করতে দেখা যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিয়ে ভেঙেছে, প্রাক্তন স্বামী এখন বান্ধবীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করছেন সমাজমাধ্যমে। এমন পরিস্থিতিতে তাঁর পক্ষে শান্ত থাকাটা কি সম্ভব! তবে নাতাশা স্ট্যানকোভিচ এখনও ধীর-স্থির।
News18
News18
advertisement

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া আবারও শিরোনামে রয়েছেন। সম্প্রতি তিনি মাহিকা শর্মার সঙ্গে নিজের সম্পর্ক অফিশিয়ালি নিশ্চিত করেছেন। হার্দিক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিকার সঙ্গে অনেক ছবি শেয়ার করেছেন, যেখানে দু’জনকে ছুটি উপভোগ করতে দেখা যাচ্ছে।

নাতাশার সঙ্গে বিবাহবিচ্ছেদের দুবছর পর হার্দিক তাঁর নতুন সম্পর্ক প্রকাশ্যে আনলেন। মাহিকার সঙ্গে হার্দিকের সম্পর্ক সামনে আসার পর, নাতাশাও একটি পোস্ট শেয়ার করেছেন।

advertisement

হার্দিক ও মাহিকার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তার পরেই নাতাশা অনেকগুলো মিরর সেলফি শেয়ার করেন। এই ছবিগুলোতে তাঁকে লিফট, শপিং ট্রিপ, এবং মুভি নাইট-এর মুহূর্তে দেখা যায়।

নাতাশা অনেকগুলো ছবি শেয়ার করে একটি সাদা ইমোজি পোস্ট করেন। এর সঙ্গে একটি গান যোগ করেন, যা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। গানের নাম ছিল “Ordinary Girl”। এই পোস্টে তাঁর ভক্তরা প্রচুর কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, “তুমি আরও ভাল কাউকে পাওয়ার যোগ্য, এগিয়ে চলো।” কেউ বলেছেন, “তোমাকে কেউ বদলাতে পারবে না। তুমি ওর থেকে অনেক ভাল।”

advertisement

নাতাশা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমর্থন পাচ্ছেন। কিন্তু যখন তাঁর ও হার্দিকের আলাদা হওয়ার ঘোষণা হয়েছিল, তখন তাঁকে অনেক ট্রোল সহ্য করতে হয়েছিল। অনেকেই তাঁদের বিয়ে ভাঙার জন্য নাতাশাকেই দায়ী করেছিলেন। যদিও দু’জনের কেউই কখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কারণ প্রকাশ করেননি।

advertisement

আরও পড়ুন- ‘ও ডেটিং না করেই বিয়ে করতে চেয়েছিল, আর…’ চাহালকে বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য ধনশ্রীর

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

এখন নাতাশার নতুন পোস্ট দেখে অনেকের মনে হচ্ছে, একইরকম ছবি যদি নাতাশা পোস্ট করতেন, তা হলে অনেকেই ট্রোল করতেন।

বাংলা খবর/ খবর/খেলা/
Hardik Pandya : বিয়ে ভেঙেছে, প্রাক্তন স্বামী বান্ধবীর সঙ্গে অন্তরঙ্গ! হার্দিকের 'খোলামেলা' ছবি দেখে নাতাশা যা বললেন, মন খারাপ বহু মানুষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল