TRENDING:

৯টি ছক্কা সহ ৩১ বলে ৭৫ রান, টি-২০ বিশ্বকাপের আগে বিধ্বংসী ফর্মে ভারতীয় তারকা

Last Updated:

Hardik Pandya: রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফির এলিট গ্রুপ বি ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে বরোদার হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন হার্দিক পান্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফির এলিট গ্রুপ বি ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে বরোদার হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন হার্দিক পান্ডিয়া। ঝোড়ো অর্ধশতরান করেন তারকা অলরাউন্ডার। কৃপাল পাণ্ডিয়ার নেতৃত্বাধীন বরোদা দলে তিনি ছয় নম্বরে ব্যাট করতে নামেন এবং অল্প সময়ের মধ্যেই ম্যাচের গতিপথ বদলে দেন।
News18
News18
advertisement

মাত্র ৩১ বলে ৭৫ রান করে হার্দিক পাণ্ডিয়া তার বিধ্বংসী ফর্মের প্রমাণ দেন। অর্ধশতরান পূরণ করতে তার লাগে মাত্র ১৯ বল। ইনিংসজুড়ে তিনি ৯টি ছক্কা ও ২টি চার হাঁকান এবং ২৪১.০২ স্ট্রাইক রেটে ব্যাট করেন। পঞ্চম উইকেটে প্রিয়াংশু মোলিয়ার সঙ্গে তিনি ৫১ বলে ৯০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন। প্রিয়াংশু নিজেও দারুণ ব্যাট করে ১০৬ বলে ১০৩ রান করেন, যা বরোদার ইনিংসকে আরও মজবুত করে।

advertisement

এর আগেও হার্দিক পাণ্ডিয়া চলতি বিজয় হাজারে ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন। গত ৩ জানুয়ারি বিদর্ভের বিরুদ্ধে ম্যাচে তিনি মাত্র ৬৮ বলে একটি ঝকঝকে সেঞ্চুরি করেন। সেই ম্যাচে ৮টি চার ও ১১টি ছয়ের সাহায্যে ৯২ বলে ১৩৩ রান করেন তিনি। যদিও বরোদা সেই ম্যাচে ২৯৪ রান করেও লক্ষ্য রক্ষা করতে পারেনি এবং ৯ উইকেটে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়ে।

advertisement

আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: দক্ষিণ আফ্রিকাকে চুনকাম! ব্যাটে তাণ্ডব, ৫ বড় রেকর্ড, ‘পুষ্পা’ সেলিব্রেশন বৈভব সূর্যবংশীর

সেরা ভিডিও

আরও দেখুন
রেলগেট বন্ধ হলে ১ ঘণ্টার ঝক্কি,দেবে-র আশ্বাসে পাঁশকুড়ায় এবার রেল যন্ত্রণা থেকে মুক্তি
আরও দেখুন

চণ্ডীগড়ের বিরুদ্ধে চলতি ম্যাচে হার্দিক ও প্রিয়াংশুর পাশাপাশি ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন উইকেটকিপার জিতেশ শর্মা। হার্দিক আউট হওয়ার পর তিনি ক্রিজে নেমে মাত্র ৩৩ বলে ৭৩ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর দল থেকে বাদ পড়া এই ডানহাতি ব্যাটার ৮টি চার ও ৪টি ছক্কা মারেন এবং ষষ্ঠ উইকেটে প্রিয়াংশুর সঙ্গে ৫৭ বলে ১০৬ রানের জুটি গড়ে বরোদার বড় স্কোর নিশ্চিত করেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
৯টি ছক্কা সহ ৩১ বলে ৭৫ রান, টি-২০ বিশ্বকাপের আগে বিধ্বংসী ফর্মে ভারতীয় তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল