মাত্র ৩১ বলে ৭৫ রান করে হার্দিক পাণ্ডিয়া তার বিধ্বংসী ফর্মের প্রমাণ দেন। অর্ধশতরান পূরণ করতে তার লাগে মাত্র ১৯ বল। ইনিংসজুড়ে তিনি ৯টি ছক্কা ও ২টি চার হাঁকান এবং ২৪১.০২ স্ট্রাইক রেটে ব্যাট করেন। পঞ্চম উইকেটে প্রিয়াংশু মোলিয়ার সঙ্গে তিনি ৫১ বলে ৯০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন। প্রিয়াংশু নিজেও দারুণ ব্যাট করে ১০৬ বলে ১০৩ রান করেন, যা বরোদার ইনিংসকে আরও মজবুত করে।
advertisement
এর আগেও হার্দিক পাণ্ডিয়া চলতি বিজয় হাজারে ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন। গত ৩ জানুয়ারি বিদর্ভের বিরুদ্ধে ম্যাচে তিনি মাত্র ৬৮ বলে একটি ঝকঝকে সেঞ্চুরি করেন। সেই ম্যাচে ৮টি চার ও ১১টি ছয়ের সাহায্যে ৯২ বলে ১৩৩ রান করেন তিনি। যদিও বরোদা সেই ম্যাচে ২৯৪ রান করেও লক্ষ্য রক্ষা করতে পারেনি এবং ৯ উইকেটে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়ে।
চণ্ডীগড়ের বিরুদ্ধে চলতি ম্যাচে হার্দিক ও প্রিয়াংশুর পাশাপাশি ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন উইকেটকিপার জিতেশ শর্মা। হার্দিক আউট হওয়ার পর তিনি ক্রিজে নেমে মাত্র ৩৩ বলে ৭৩ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর দল থেকে বাদ পড়া এই ডানহাতি ব্যাটার ৮টি চার ও ৪টি ছক্কা মারেন এবং ষষ্ঠ উইকেটে প্রিয়াংশুর সঙ্গে ৫৭ বলে ১০৬ রানের জুটি গড়ে বরোদার বড় স্কোর নিশ্চিত করেন।
