হরভজন জানিয়েছেন, তিনি বেশ কিছুদিন জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না ৷ পঞ্জাব ক্রিকেট সংস্থার হয়ে রঞ্জিতেও সুযোগ পাচ্ছিলেন না ৷ তাঁর বাবাও সেইসময় প্রয়াত হয়েছিলেন ৷ তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজে সুযোগ পেয়েই সেটা কাজে লাগাতে চেয়েছিলেন হরভজন ৷ তাঁর কাছে ওই সিরিজের প্রতিটা ম্যাচই ছিল, ‘করো ইয়া মরো’-র মতো ৷ সেই সময় ভারতীয় দলের সিনিয়রদের এবং টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ যে চেন্নাইয়ের শিবিরের পর তাঁকে দলে নেওয়ার জন্য ৷
advertisement
ফলো অন করা কোনও টিম ম্যাচ জিতেছে, এমন নজির খুব কমই রয়েছে টেস্ট ম্যাচের ইতিহাসে ৷ ইডেনের ওই ম্যাচ তাই অত্যন্ত স্পেশ্যাল ভারতীয় দলের কাছে ৷ ওই ভাবেও যে ম্যাচে ফিরে আসা যায়, সেটা ইডেনের ওই ম্যাচেই প্রমাণ করেছিল সৌরভের ভারত ৷ সেই ম্যাচে লক্ষ্মণের অমর ইনিংস ২৮১-এর পাশাপাশি হ্যাটট্রিকও করেছিলেন হরভজন সিং ৷
