ট্যুইটারে স্বামীর হরভজনের প্রশংসা করে দীর্ঘ পোস্ট করেছেন গীতা। সেখানে হরভজনের জীবনের ওঠা-পড়া নানা মুহূর্তের কথা মনে করিয়ে নিজের ও পরিবারের কথাও লিখেছেন গীতা। একইসঙ্গে হরভজনের বিখ্যাত 'দুসরা' স্পিনের উল্লেখ করে, জীবনের দ্বিতীয় ইনিংসের ইঙ্গিতও দিয়েছেন গীতা। তিনি লিখেছেন হরভজন 'মানসিকভাবে অবসর নিয়েছিলেন বহুদিন আগে', কিন্তু 'সঠিক সময়ের অপেক্ষা করছিলেন' আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
আরও পড়ুন: দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারে ইতি, সবধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা হরভজনের
দীর্ঘ পোস্টে গীতা লিখেছেন, 'আমি জানি তুমি কবে থেকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করে আছ… মানসিকভাবে অবসরের সিদ্ধান্ত তুমি তো অনেক আগেই নিয়েছিলেন, আনুষ্ঠানিক ঘোষণার জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলে। আজ আমি বলতে চাই আমি তোমায় নিয়ে কতটা গর্বিত। তোমার জন্য আগে আরও ভালো ভালো জিনিস অপেক্ষা করে আছে।' এরই সঙ্গে গীতা জানিয়েছেন, ভাজ্জির খেলা তাঁকে কতটা মজা দিয়েছে। একইসঙ্গে তাঁদের মেয়ে হিনায়া হরভজনকে খেলতে দেখেছে, তাও উল্লেখ করেছেন গীতা।
আরও পড়ুন: বোলিংয়ের বাইশ গজ ছেড়ে এবার কি রাজনীতির আঙিনায়
গীতা আরও লিখেছেন, 'হয়তো তুমি ঠিক যেভাবে চেয়েছিলেন সেভাবে হল না শেষটা। কিন্তু কথাতেই তো আছে ভাগ্য আমাদের হাতে থাকে না। তুমি আবেগ, আগুন, উত্তেজনার সাথে সব ম্যাচ খেলেছ… খেলেছ মাথা উঁচু করে। আর জীবনের 'দুসরা' অধ্যায়ের জন্য রইল শুভকামনা। সেরাটা এখনও আসা বাকি আমার ভালোবাসা'।