আজ ভিভিএস লক্ষ্মণের জন্মদিন৷ ভারতের স্টাইলিশ এই ব্যাটসম্যান তাঁর নিজের কৃতিত্বের জন্য সবসময়েই ফ্যানদের মনে রাজ করছেন৷ টেস্ট ক্রিকেটের স্পেশালিস্ট ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ৷ তাঁর ভিভিএস-কে ভেরি ভেরি স্পেশাল হিসেবেই ডাকনাম ব্যবহার হয়৷ অস্ট্রেলিয়ান তারকা ইয়ান চ্যাপেল প্রথমবার এই নামে তাঁকে ডাকেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০৩-০৪ সালে এই নাম পান৷ ক্রিকেট কেরিয়ারে একাধিক উজ্জ্বল পারফরম্যান্স তাঁর৷ তিনি একাধিক ম্যাচে ভারতকে জয়ের রাস্তায় পৌঁছে দিয়েছেন৷
advertisement
লক্ষ্মণ প্রথম ৪ টেস্ট ৪৯৪ রান করেছিলেন নিজের প্রথম সিরিজে৷ যার মধ্যে ২ টি শতরান ছিল৷ ১৯৯৬ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষেক হয়েছিল তাঁর৷ তিনি বিপক্ষের জন্য সবসময়েই ভয়ের হতেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ইনিংস অবিস্মরণীয়৷ লক্ষ্মণ ২৮১ রানের ব্রিলিয়ান্ট ইনিংস খেলেন ২০০১ -র মার্চ মাসে৷ ইডেন গার্ডেন্সের সেই ইনিংস সকলের মনের মণিকোঠায় সঞ্চয় করেছেন৷
ভিভিএস লক্ষ্মণ ১৩৪ টেস্টে ম্যাচে ভারতের জার্সিতে৷ তাতে ৮,৭৮১ রান করেছিলেন৷ লক্ষ্মণ ১৭ টি শতরান এবং ৫৬ টি অর্ধশতরান করেছিলেন৷ তাঁর ১৭ টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ৬ টি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ একদিনের ক্রিকেটে তাঁর ৬ টি শতরানের মধ্যে ৪ টি শতরান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷
ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর , ভিভিএস লক্ষ্মণ .একমাত্র ব্যাটসম্যান যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০০ রান করেন৷ স্টাইলিশ এই ব্যাটসম্যান ৮৬ একদিনের ম্যাচে ২,৩৩৮ রান করেছিলেন৷ একদিনের ক্রিকেটে তাঁর ৬ টি শতরান রয়েছে৷