দেড় দশকের বেশি সময় ধরে ২২ গজে একের পর এক ম্যাচ উইনিং ইনিংস খেলে সকলের নয়ণের মণি হয়ে উঠেছেন বিরাট কোহলি। বর্তমানে কোট কোটি কোহলি ভক্তের কাছে ৫ নভেম্বর বিরাট দিন। স্পেশাল দিনে ভারতীয় দল তথা বিশ্ব জুড়ে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার থেকে তার কোটি কোটি ফ্যানেরা শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে।
advertisement
বিসিসিআইয়ের তরফ থেকে সোশ্যাস মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানানো হয়েছে কিং কোহলিকে। শুভেচ্ছা জানিয়ে আইসিসিও। বিরাট কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকেও দলের প্রাক্তন অধিনায়ক ও অন্যতম সফল ব্যাটারকে শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বকাপখেলতে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি। তাই ভারতীয় দলের সতীর্থদের সঙ্গেই বিশেষ দিনটি এবার পালন করবেন। ইডেনেও কোহলির জন্মদিন সেলিব্রেশনের পরিকল্পনা রয়েছে। জন্মদিনেই কোহলির ব্যাটে কলকাতার মাঠে সচিনের শতরানের রেকর্ড স্পর্শ করা দেখার অপেক্ষায় ফ্যানেরা।