১) প্রথম ১০ হাজার টেস্ট রানের মালিক : সেই সময়কার তাবড় তাবড় পেসারদের বিরুদ্ধে, কোনও হেলমেট ছাড়াই ব্যাট করে গাভাসকর হলেন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ১০,০০০ রান করেন। তাঁর সাহসিকতা এবং ধৈর্য ক্রিকেটবিশ্বে উদাহরণ হয়ে আছে।
২) ডন ব্র্যাডম্যানকে টপকানো : গাভাসকর প্রথম ক্রিকেটার যিনি ডন ব্র্যাডম্যানের ২৯টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙেছিলেন। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০তম সেঞ্চুরি করে এই ইতিহাস গড়েন। প্রায় দুই দশক পর্যন্ত এই রেকর্ড গাভাসকরের দখলে ছিল, যা পরে সচিন তেন্ডুলকর ভেঙেছিলেন।
advertisement
৩) একই সিরিজে ৩বার ডাবল সেঞ্চুরি : গাভাসকর একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি একই টেস্ট সিরিজে ৩বার ২ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। তাঁর ধারাবাহিক পারফরম্যান্স আজও অনুপ্রেরণা জোগায় নবীন ক্রিকেটারদের।
আরও পড়ুনঃ IND vs ENG: লর্ডসে শুভমান গিলের সামনে আরও ৫ বিশ্বরেকর্ড গড়ার সুযোগ, জানা আছে কি আপনার?
৪) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অতুলনীয় সাফল্য: ৭০-৮০ দশকের ওয়েস্ট ইন্ডিজের আগুনে পেস বোলিংয়ের বিরুদ্ধে গাভাসকরের ১৩টি সেঞ্চুরি এবং মোট ২৭৪৯ রান আজও এক অতুলনীয় কীর্তি। তিনি ছিলেন সেই সময়ের অন্যতম সাহসী ব্যাটসম্যান।
৬) সর্বজনগ্রাহ্য ব্যাটসম্যান : গাভাসকর ক্রিকেট বিশ্বের প্রতিটি দলের বিরুদ্ধেই রান করেছেন। তাঁর স্টাইল, টেকনিক ও মানসিক দৃঢ়তা তাঁকে করে তুলেছে সময়ের থেকে এগিয়ে থাকা এক ব্যাটিং লিজেন্ড।