TRENDING:

পেরুর বিরুদ্ধে হার হাইতির, কোস্টারিকা-প্যারাগুয়ে ম্যাচ গোলশূন্য ড্র

Last Updated:

কোপা আমেরিকায় হার দিয়ে শুরু হাইতির। পেরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-০ গোলে হারল সনি নর্ডির দেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যালিফোর্নিয়া:   কোপা আমেরিকায় হার দিয়ে শুরু হাইতির। পেরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-০ গোলে হারল সনি নর্ডির দেশ। তবে এই ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি মোহনবাগানে খেলে যাওয়া হাইতিয়ান তারকা সনি নর্ডির। একইসঙ্গে সুযোগ পাননি মোহনবাগানের প্রাক্তন জুদেলিম আভেস্কাও। ম্যাচের ৬১ মিনিটে গুয়েরেরোর গোলে জয় পায় পেরু।
advertisement

এদিন আরও একটা ম্যাচ ছিল কোপায় ৷ সেই ম্যাচ অবশ্য গোলশূন্য ড্র হল ৷ কেলর নাভাস নেই, তবু কোস্টারিকার বিরুদ্ধে ফায়দা তুলতে পারল না প্যারাগুয়ে। কোপা আমেরিকায় ড্র দিয়ে অভিযান শুরু করল এই দু’দল। ২০১০ সালে বিশ্বকাপে কোস্টারিকা কোয়ার্টার ফাইনালে উঠলেও, শতবর্ষের কোপা আমেরিকায় প্রথম ম্যাচে দাগ কাটতে ব্যর্থ অস্কার র‍্যামিরেজের দল। দেখুন এদিনের ম্যাচের কিছু ঝলক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই মেলায় ‘বউ’ পছন্দ হলেই পাকা কথা! দূরে যেতে হবে না, হাতের কাছই বড় সুযোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
পেরুর বিরুদ্ধে হার হাইতির, কোস্টারিকা-প্যারাগুয়ে ম্যাচ গোলশূন্য ড্র