আজ কয়েকটা দিন পর আবার সেই ম্যাচ। দুই প্রতিবেশী রাজ্য মুখোমুখি আইপিএল ফাইনালে। ক্রিকেটার এবং পণ্ডিতদের অনুসারে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কিছুটা হলেও এগিয়ে হার্দিক পান্ডিয়ার গুজরাত। কিন্তু রাজস্থান দলে রয়েছেন জস বাটলার। এবারের আইপিএলে যিনি সর্বোচ্চ স্কোরার। ৮০০ র বেশি রান করে বসে আছেন।
advertisement
বিরাট কোহলির আরসিবিকে একাই শেষ করে দিয়েছিলেন শেষ ম্যাচে। আধুনিক সাদা বলের ক্রিকেট পৃথিবীর অন্যতম ধ্বংসাত্মক ব্যাটসম্যান এই বাটলার। কাজ থাকে আটকাতে মরিয়া থাকবে গুজরাত সেটা জানা কথা। আমেদাবাদে ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে চ্যাম্পিয়ন হতে মরিয়া হার্দিক পান্ডিয়ার দল। জস বাটলারকে তাড়াতাড়ি আউট করতে না পারলে সেই সম্ভাবনা ধাক্কা খেতে পারে।
তাই গুজরাত শিবিরে এই নিয়ে আলোচনা তুঙ্গে। ইংরেজ ব্যাটসম্যান বাটলার রুদ্র মূর্তি ধারণ করলে হার্দিক পান্ডিয়ার গুজরাত দিশেহারা হয়ে পড়বে। তাকে থামানোর সেরা বাজি হতে পারেন রশিদ খান। আফগান লেগ স্পিনার জানেন বাটলার কোথায় দুর্বল। ফাস্ট বোলিং তিনি যতটা উপভোগ করেন, স্পিন ততটা নয়।
তাই আজ বাটলারকে আউট করতে প্রথমেই রশিদ খানের হাতি বল তুলে দিলে আশ্চর্য হওয়ার কিছু নেই। ফ্লাইট এবং লুপে তাকে বোকা বানানোর ফাঁদ পাতবেন রশিদ। কিন্তু যদি ভাগ্যের সহায়তা পান বাটলার তাহলে গুজরাতের যাবতীয় প্ল্যানিং ভেস্তে যেতে পারে।
একবার ছন্দ পেয়ে গেলে তাকে আটকানো মুশকিল। তাই আজ ক্রিকেট প্রেমীদের জন্য বাটলার বনাম রশিদ লড়াইটা উত্তেজনাপূর্ণ হতে চলেছে।