সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখান জর্জিনাকে বলতে শোনা গিয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর কত দিনের মধ্যে বুট জোড়া তুলে রাখবেন। নির্দিষ্ট সময় নিয়েও মুখ খুলছেন তিনি। প্যারিস ফ্যাশন উইকে গিয়েছিলেন যোগ দিয়েছিলেন জর্জিনা। সেখানেই রোনাল্ডোর অবসর নিয়ে প্রশ্নের সম্মুখীন হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী।
ভিডিওতে জর্জিনাকে জিজ্ঞেস করা হয় আর কতদিন ফুটবল খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? জর্জিনা বলেন,”ক্রিশ্চিয়ানো হয়তো আর এক বছর খেলবে। তার পর শেষ। হয়তো দু’বছরও হতে পারে। আমি আসলে সত্যিই জানি না।” ফলে বল পায়ে সবুজ গালিচায় রোনাল্ডোর ফুটবল জাদু আর বেশি দিন দেখা যাবে না।
advertisement
আরও পড়ুনঃ KKR Team News: এবার আইপিএল জিতবে কেকেআর? তৈরি গম্ভীরের মাস্টার প্ল্যান! জানুন বিস্তারিত
প্রসঙ্গত, কেরিয়ারে সব কিছু পেলেও বিশ্বকাপটা এখনও অধরা রয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাই আরও একবার হয়তো ২০২৬-এ শেষবার চেষ্টা করবেন স্বপ্নপূরণের। তার আগে ইউরো কাপেও দেখা যাবে রোনাল্ডো ম্যাজিক। শেষ দুটি বড় প্রতিযোগিতায় সিআরসেভেনকে দেখার জন্য মুখিয়ে বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিরা।