TRENDING:

ফ্রি-কিক গোলে ইউরোয় আত্মপ্রকাশ বেলের

Last Updated:

বাঁ-পায়ের দুরন্ত ফ্রিকিক গোলে এবারের ইউরোয় আত্মপ্রকাশ ঘটল গ্যারেথ বেলের। গ্রুপের প্রথম ম্যাচে রবিবার স্লোভাকিয়াকে ২-১ হারাল ওয়েলস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বোর্দা: বাঁ-পায়ের দুরন্ত ফ্রি-কিক গোলে এবারের ইউরোয় আত্মপ্রকাশ ঘটল গ্যারেথ বেলের। গ্রুপের প্রথম ম্যাচে রবিবার স্লোভাকিয়াকে ২-১ গোলে হারাল ওয়েলস। কোলম্যানের মোক্ষম চালে সুপার-সাব কানুর গোলেই বাজিমাত।
advertisement

ইউরোয় আবির্ভাবের ১০ মিনিটেই ডঙ্কা বাজাল তাঁর বিখ্যাত বাঁ-পা। বক্সের বাইরে থেকে কোনাকুনি ফ্রি-কিক আছড়ে পড়ল স্লোভাক গোলে। হাইলাইট করা সোনালি চুল ঝাঁকিয়ে গ্যারেথ বেল বুঝিয়ে দিলেন তিনি এসে গিয়েছেন। রিয়াল মহাতারকার ঝাঁঝটুকু বাদ দিলে ওয়েলস অবশ্য প্রত্যাশামতো আধিপত্য দেখাতে পারেনি বোর্দায়। তবে ম্যাচের শুরুতেই প্রায় গোললাইন সেভটা না হলে আরেকটু হলেই রক্তের স্বাদটা পেয়ে যেতেন স্লোভাকিয়ার ‘বেল’ হামসিক।

advertisement

হাফটাইম পর্যন্ত অবশ্য লিড ধরেই রেখেছিলেন ওয়েলশরা। তবে দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ইউরোয় এদিনই প্রথম আত্মপ্রকাশ ঘটানো স্লোভাকিয়াকে সমতায় ফিরিয়ে এনেছিলেন ডুডা। দিনের মোক্ষম চালটা এরপরই দিলেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। ৮১ মিনিটে সুপার-সাব রবসন-কানুর গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করল ওয়েলস। শেষলগ্নে মাথা গরম করে কার্ড দেখলেন স্লোভাক অধিনায়ক স্কার্টেল। তবু প্রথম ম্যাচের মাপকাঠিতে বোর্দায় নিস্প্রভ লাগল রামসিদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

এদিকে ইউরোয় প্রথম ম্যাচেই বিরল ব্র্যাকেটে ঢুকে পড়লেন লুকা মড্রিচ। প্রথম ক্রোট ফুটবলার হিসেবে দুটি ইউরোর মূলপর্বে গোল করলেন রিয়ালের তারকা মিডফিল্ডার। রবিবার প‍্যারিসের পার্ক দে প্রিন্সেসে মড্রিচের করা গোলেই তুরস্ককে ১-০ হারাল ক্রোয়েশিয়া। ৪১ মিনিটে গোলার মতো ভলিতে তুর্কি গোলকিপার ভোল্কান বাবাকানকে হার মানান লুকা। ম্যাচের বাকি সময়েও দাপট ছিল ক্রোয়েশিয়ার। অধিনায়ক দারিও সার্না এবং ইভান পেরিসিচের শট বারে না লাগলে ব্যবধান আরও বাড়াতে পারত ক্রোটরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ফ্রি-কিক গোলে ইউরোয় আত্মপ্রকাশ বেলের