TRENDING:

Thomas Cup 2022: সচিন-বিরাট থেকে সাইনা সকলেই মুগ্ধ ভারতের সোনার ছেলেদের পারফরম্যান্সে

Last Updated:

ইতিহাসে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল৷ পুরো দেশ তাঁদের সাফল্যের জোয়ারে ভাসছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্যাঙ্কক: প্রতিষ্ঠিত থমাস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম খেতাব জিতেছে৷ রবিবার ভারত সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ দারুণ আনন্দে ভেসে যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর সকলেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন খেতাব জয়ী শাটলারের দলকে৷
 From pm to sports and bollywood fraternity all wishes indian badminton team
From pm to sports and bollywood fraternity all wishes indian badminton team
advertisement

ম্যাচের আগে ভারত মাতা কি জয় স্লোগান তুলে কোর্টে আসেন ভারতীয় খেলোয়াড়রা। লক্ষ্য সেন ও কিদাম্বি শ্রীকান্ত একক ম্যাচ জিতেছেন। অন্যদিকে, সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেঠির জুটি ডাবলস ম্যাচ জিতে নেয়। এর আগে, ভারতীয় দল সেমিফাইনালে রোমাঞ্চকর ম্যাচে ২০১৬ সালের চ্যাম্পিয়ন ডেনমার্ককে ৩-২ ব্যাবধানে হারিয়েছিল। একইসঙ্গে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়া। আর ফাইনালে হারল  ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া৷

advertisement

বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক জয়ী লক্ষ্য সেন এবং কিদম্বি শ্রীকান্ত ছাড়াও সাত্বিক সাইরাজ রংকিরেড্ডি এবং চিরাগ শেট্টি দুনিয়ার অষ্টম নম্বর জুটিকে ব্যাঙ্ককে আয়োজিত ফাইনালে হারিয়ে দেয়৷ এরফলে ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া হেরে যায়৷ এই দুরন্ত সাফল্যের পরেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলকে নিয়ে উচ্ছ্বাসে ভাসেন সকলেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইতিহাসে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল৷ পুরো দেশ তাঁদের সাফল্যের জোয়ারে ভাসছে৷ তাঁদের বর্তমান পারফরমেন্সে শুভেচ্ছার পাশাপাশি ভবিষ্যতের জন্য আগাম শুভকামনা এসেছে৷ তাঁদের এই পারফরম্যান্স আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Thomas Cup 2022: সচিন-বিরাট থেকে সাইনা সকলেই মুগ্ধ ভারতের সোনার ছেলেদের পারফরম্যান্সে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল