TRENDING:

এমবাপেদের উজ্জীবিত করতে ড্রেসিং রুমে কোচ নয়, পেপ টক দিলেন ফরাসী প্রেসিডেন্ট

Last Updated:

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলার ফল ৩-৩। রুদ্ধশ্বাস টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্ব জয় আর্জেন্টিনা। হারের পর ফ্রান্স দলকে উজ্জীবিত করতে বার্তা দিলেন স্বয়ং ফরাসী প্রেসিডেন্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: বিশ্বকাপ মেগা ফাইনালে কাতারের লুসেইল স্টেডিয়ামে প্রথম থেকেই ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। দল যখন ২ গোলে পিছিয়ে পড়েছে তখন ভিআইপি বক্সে চিন্তিত দেখিয়েছে তাকে। আবার দল যখন গোল করে সমতায় ফিরেছে দুবাপ তখন শিশু সুলভ ভঙ্গিতে উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা গিয়েছে ফরাসী প্রেসিডেন্টকে। কিন্তু টাইব্রেকারে হারের পর যন্ত্রণার মধ্যেই অভিভাবকের দায়িত্বও পালন করেছেন এমানুয়েল ম্যাঁক্রো।
advertisement

প্রথমে ম্যাচে হ্যাটট্রিক করেও দলকে লাগাতার দ্বিতীয় বিশ্বজয়ের স্বাদ দিতে না পারায় মাঠেই ভেঙে পড়েছিলেন কিলিয়ান এমবাপে। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন ফরাসী প্রেসিডেন্ট। একবার নয় বারবার দেখা যায়সেই দৃশ্য। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়ও এমানুয়েল ম্যাঁক্রো বলেন,'ছেলেরা, তোমাদের জন্য আমি গর্বিত।' সকলের লড়াইকে কুর্নিশ জানান।

আরও পড়ুনঃ সুখে-দুঃখে-সাফল্যে বছরের পর বছর, আর্জেন্টিনার 'জয়-বীরু' মেসি-দি মারিয়া

advertisement

এরপর আরও একটি ভিডিও দেখা যায় যেখানে ফ্রান্স দলের ড্রেসিং রুমে। ফাইনালে হারের পর গোটা ফ্রান্স দলকে পেপ টক দিতে দেখা যায় ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। ওই সময় ঠিক তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। সেখানে ম্যাঁক্রো বলেন,'ফিয়ের্স দে ভোয়াস।' যার অর্থ, তোমাদের জন্য গর্বিত। আর্জেন্টিনাকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন,'বিশ্বকাপে এই অনবদ্য লড়়াইয়ের জন্য ফরাসি দলকে অভিনন্দন। আপনারা সারা বিশ্বকে রোমাঞ্চিত করেছেন।'

advertisement

প্রসঙ্গ, বিশ্বকাপ ফাইনালে ম্যাচের প্রথমার্ধে মেসি ও দি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া গোলে সমতায় ফেরে ফ্রান্স। নির্ধারিচ সময়ে খেলার স্কোর ছিল ২-২। অতিরিক্ত সময়ে মেসির গোলে ফের লিড পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে ফের ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপে। নিজের হ্যাটট্রিকও পূরণ করেন। তারপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
এমবাপেদের উজ্জীবিত করতে ড্রেসিং রুমে কোচ নয়, পেপ টক দিলেন ফরাসী প্রেসিডেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল