প্রথমে ম্যাচে হ্যাটট্রিক করেও দলকে লাগাতার দ্বিতীয় বিশ্বজয়ের স্বাদ দিতে না পারায় মাঠেই ভেঙে পড়েছিলেন কিলিয়ান এমবাপে। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন ফরাসী প্রেসিডেন্ট। একবার নয় বারবার দেখা যায়সেই দৃশ্য। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়ও এমানুয়েল ম্যাঁক্রো বলেন,'ছেলেরা, তোমাদের জন্য আমি গর্বিত।' সকলের লড়াইকে কুর্নিশ জানান।
আরও পড়ুনঃ সুখে-দুঃখে-সাফল্যে বছরের পর বছর, আর্জেন্টিনার 'জয়-বীরু' মেসি-দি মারিয়া
advertisement
এরপর আরও একটি ভিডিও দেখা যায় যেখানে ফ্রান্স দলের ড্রেসিং রুমে। ফাইনালে হারের পর গোটা ফ্রান্স দলকে পেপ টক দিতে দেখা যায় ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। ওই সময় ঠিক তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। সেখানে ম্যাঁক্রো বলেন,'ফিয়ের্স দে ভোয়াস।' যার অর্থ, তোমাদের জন্য গর্বিত। আর্জেন্টিনাকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন,'বিশ্বকাপে এই অনবদ্য লড়়াইয়ের জন্য ফরাসি দলকে অভিনন্দন। আপনারা সারা বিশ্বকে রোমাঞ্চিত করেছেন।'
প্রসঙ্গ, বিশ্বকাপ ফাইনালে ম্যাচের প্রথমার্ধে মেসি ও দি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া গোলে সমতায় ফেরে ফ্রান্স। নির্ধারিচ সময়ে খেলার স্কোর ছিল ২-২। অতিরিক্ত সময়ে মেসির গোলে ফের লিড পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে ফের ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপে। নিজের হ্যাটট্রিকও পূরণ করেন। তারপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।