এক সময় রবি শাস্ত্রীর নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে। এমনও বলা হয়, তারা বাগদান করেছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি এবং তারা আলাদা হয়ে যান। অনেকেই ভাবতেই অমৃতা সিং-ই ছিলেন শাস্ত্রীর প্রিয় অভিনেত্রী, কিন্তু বাস্তবে তা নয়। সম্প্রতি প্রসার ভারতীর আর্কাইভ ইনস্টাগ্রাম পেজে একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে যুবক রবি শাস্ত্রী অকপটে জানিয়েছেন যে তার প্রিয় অভিনেত্রী ছিলেন স্মিতা পাতিল।
advertisement
শাস্ত্রী বলেন, “দুর্ভাগ্যবশত তিনি আর আমাদের মাঝে নেই। আমি সত্যিই দুঃখিত, কারণ তিনি আমার প্রিয় অভিনেত্রী ছিলেন। আমি মনে করি, এটি ভারতের জন্য এক বিশাল ক্ষতি।” তিনি আরও বলেন, স্মিতা পাতিল অভিনীত ‘মন্থন’ ছিল তার প্রিয় ছবি। এই সাক্ষাৎকারে রবি শাস্ত্রী হিরো হিসেবে দাদা কোনার প্রশংসাও করেন। তিনি বলেন, “তিনি একজন বড় চ্যাম্পিয়ন। আপনি নিশ্চয়ই তার সেই সিনেমা দেখেছেন— ‘দিয়া তেরে হাত মে’, ওহ বস হ্যায় ইয়ার!”
প্রসঙ্গত, রবি শাস্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় ১৯৮১ সালের ২৫ নভেম্বর, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে। একই বছরে তার টেস্ট অভিষেকও ঘটে। ১৯৮৫ সালের বেঞ্চি কোকা-কোলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তিনি “চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন” নির্বাচিত হন।
শাস্ত্রী মোট ৮০টি টেস্ট ম্যাচে ৩৫.৭৯ গড়ে ৩৮৩০ রান করেছেন। টেস্টে তার সেরা ইনিংস ছিল ২০৬ রান। এছাড়াও তিনি ১১টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি করেছেন। ওয়ানডে ক্রিকেটে তিনি খেলেছেন ১৫০টি ম্যাচ, যেখানে ২৯ গড়ে ৩১০৮ রান করেন। ওয়ানডেতে তার ঝুলিতে রয়েছে ৪টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরি। একজন দক্ষ বাঁহাতি স্পিনার হিসেবেও শাস্ত্রীর খ্যাতি ছিল। তিনি টেস্টে ১৫১টি এবং ওয়ানডেতে ১২৯টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুনঃ Ajinkya Rahane: আইপিএলের পরই দল ছাড়লেন রাহানে! ঠিক হয়ে গিয়েছে নতুন অধিনায়ক
রবি শাস্ত্রী রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলার সময় বরোদার বিপক্ষে এক ওভারে ছয়টি ছক্কা মেরে এক বিরল রেকর্ড গড়েছিলেন। এই নজিরবিহীন কীর্তি তাঁকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রবি শাস্ত্রী ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। পরে তিনি ভারতীয় জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আবারও ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটপ্রেমীদের মন জয় করে চলেছেন।