ভিনেশ ফোগটের পদক পাওয়া উচিত বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার শহরের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। সেখানে ভিনেশ প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”কুস্তির নিয়মকানুন সম্পর্কে আমার সেভাবে জানা নেই। কিন্তু ভিনেশ তো নিয়ম মেনেই ফাইনালে উঠেছে। তাহলে পদক দেওয়া হবে না কেন?”
এর আগে ভিনেশ ফোগটের হয়ে সরব হয়েছিলেন আরেক কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সচিম তেন্ডুলকর। তিনি বলেছিলেন,”সঠিক নিয়ম মেনেই ভিনেশ ফোগট ফাইনালে উঠেছিলেন। ফাইনালের আগে ওজনের বিচারে ওকে বাতিল করা হয়েছে। ফলে ভিনেশের থেকে পদক একপ্রকার চুরি করা হয়েছে। প্রতি খেলার নিয়ম রয়েছে। সময় বিশেষ তা খতিয়ে দেখা দরকার।”
advertisement
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্সে মহিলা কুস্তির ৫০ কেজি বিভাগে দুরন্ত পারফর্ম করেন ভিনেশ ফোগট। একের পর এক বিশ্বের তারকা কুস্তিগীরদেল হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে। কিন্তু ফাইনালের আগে ভিনেশ ফোগটের ওজন ১০০ গ্রাম বেশি হওয়ার কারণে তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়। এমনকী রুপোও দেওয়া হয়নি। এরপরই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার আদালতের রায়।