রবিবার ভারতকে দুরন্ত ক্রিকেটে পাকিস্তান হারানোর পরে এবার ভয়ঙ্কর মন্তব্য করে বসলেন ওয়াকার ইউনিস। ARY নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকার সাফ জানিয়ে দিলেন, “সবথেকে ভাল লেগেছে রিজওয়ানকে দেখে। ও হিন্দুদের মধ্যে মাঠে নামাজ পরেছে। এটা আমার কাছে ব্যাপক তৃপ্তির।” সংশ্লিস্ট টিভি চ্যানেলের প্যানেলে হাজির ছিলেন শোয়েব আখতারও। সঞ্চালিকা তো বটেই শোয়েবও ওয়াকারের এমন মন্তব্যে অবাক হয়ে যান।
advertisement
সোশ্যাল মিডিয়ায় ওয়াকারের এমন বিদ্বেষী মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা। প্রত্যেকের বক্তব্যের নির্যাস খেলার সঙ্গে ধর্ম কিংবা রাজনীতি মিশিয়ে বিষবাষ্পে আচ্ছাদিত করার রোগ কবে যাবে! যার জন্য তাঁর কড়া সমালোচনা করলেন হর্ষ ভোগলে (Harsha Bhogle)। ক্রীড়া ধারাভাষ্যকার হর্ষ ভোগলে, ওয়াকারের ওই বিবৃতিকে 'বিপজ্জনক' বলে অভিহিত করে কড়া সমালোচনা করেছেন এবং বলেছেন ক্রিকেটবিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ধর্মের ভিত্তিতে বিভাজিত নয়।
ভোগলে বলেন, ওয়াকার ইউনিসের মাপের একজন ক্রিকেট ব্যক্তিত্বের মুখ থেকে এই মন্তব্য আসায় তিনি সবথেকে হতাশাজনক। তিনি জানান, তাঁর মতো অনেকে ক্রিকেটকে ধর্ম, জাতি-বর্ণের ভিত্তিতে বিভক্ত হওয়ার থেকে রক্ষা করার চেষ্টা করেন। তারা সকলে এই ধরনের মন্তব্যকে ভয়ানক বলে মনে করেন। তিনি আরও বলেন, ক্রিকেটাররাই এই খেলাটার দূত, তাই তাদের আরও একটু বেশি দায়িত্বশীল হওয়া উচিত।
ওয়াকারের এই মন্তব্যের জন্য ক্রিকেট বিশ্বের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও জানিয়েছেন ভোগলে। ওয়াকার ইউনুসের এমন মন্তব্যের কড়া জবাব যেমন দিয়েছেন ভারতের বিভিন্ন ধর্মের মানুষ, তেমনই পাকিস্তানের কিছু ক্রিকেট ভক্ত ওয়াকারকে মনে করিয়ে দিয়েছেন মাঠের মধ্যে নমাজ পড়া রিজওয়ান একা নন। এরকম বেশ কিছু ক্রিকেটার আগেও করেছেন। কিন্তু তার জন্য অন্য ধর্মের লোকেদের টেনে আনা ঠিক নয়।