আকাশ চোপড়া মনে করেন, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা ও পরিণত ক্রিকেট বোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিত ও বিরাট দু’জনেই সেই অভিজ্ঞতা রয়েছে। তবে তাদের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ম্যাচ ফিটনেস ধরে রাখা। যেহেতু তারা টেস্ট ও টি২০ ক্রিকেট থেকে সরে গেছেন, তাই এখন তারা অনেক কম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন, যা ভবিষ্যতের জন্য চিন্তার কারণ হতে পারে।
advertisement
আকাশ বলেন, “দুই মাস আইপিএল আর বাকি ১০ মাসে মাত্র ১০টি ম্যাচ—এটা পর্যাপ্ত নয়। যদি তারা টেস্ট খেলা চালিয়ে যেতেন, তাহলে আরও ম্যাচ খেলতেন এবং ফর্ম ও ফিটনেস ধরে রাখা সহজ হতো।” তিনি আরও বলেন, তাদের টেস্ট ও টি২০ থেকে সরে দাঁড়ানো খুব একটা বুদ্ধিমানের কাজ হয়নি।
বিরাট কোহলির টেস্ট অধিনায়কত্বকেও আকাশ চোপড়া স্মরণ করেছেন। তিনি জানান, ভারত কোহলির নেতৃত্বে অনেক বড় বড় জয়ের সাক্ষী হয়েছে। যদিও বড় আইসিসি ট্রফিগুলি অধরাই থেকে গেছে, তবুও তার আগ্রাসী মনোভাব দলকে অনুপ্রাণিত করত। তিনি মনে করেন, সেই নেতৃত্বগুণ এখনো দলের জন্য প্রয়োজনীয়।
আরও পড়ুনঃ Asia Cup 2025: হঠাৎ পরিকল্পনা বদলে ফেললেন সূর্যকুমার যাদব! এশিয়া কাপের আগে বড় আপডেট
মনে করা হচ্ছে, বিরাট ও রোহিত অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে ফিরতে পারেন। এটি হতে পারে তাদের প্রত্যাবর্তনের সূচনা, যার পূর্ণ রূপ আমরা হয়তো দেখতে পাব ২০২৭ বিশ্বকাপে। আকাশের ভাষায়, “এই সিরিজ হতে পারে সেই ট্রেলারের মতো, যার মুভি মুক্তি পাবে ২০২৭-এ।”
