TRENDING:

Copa America : ফিট নেইমারের থেকে ভয়ঙ্কর কেউ নেই, বলছেন তিতে

Last Updated:

সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নেইমার। একেবারে যোগ্য অধিনায়ক হিসেবে। গোল করছেন, করাচ্ছেন, খেলা তৈরি করছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নেইমার। একেবারে যোগ্য অধিনায়ক হিসেবে। গোল করছেন, করাচ্ছেন, খেলা তৈরি করছেন। দলের প্রধান ফুটবলারের ফর্ম এবং দায়বদ্ধতা দেখে মুগ্ধ ম্যানেজার তিতে। ব্রাজিলীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন শারীরিক এবং মানসিক দিক থেকে নেইমার যদি সুস্থ থাকেন, তখন তাঁকে আটকানো যেকোনও প্রতিপক্ষের কাছে কষ্টসাধ্য ব্যাপার। নেইমারের দুই পায়ে সমান ড্রিবল করার ক্ষমতা তাঁকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে মনে করেন কোচ।

advertisement

বাঁদিক থেকে কাট করে তিনি যখন ভেতরে ঢুকে আসেন, তখন প্রতিপক্ষ ডিফেন্ডার আন্দাজ করতে পারে না কোনদিকে বল থাকবে। এটাই একজন বড় ফুটবলারের গুণ জানিয়েছেন ব্রাজিলের কোচ। তবে কিছু সংবাদমাধ্যমে নেইমারের সঙ্গে তুলনা শুরু হয়েছে বড় রোনাল্ডো এবং রোমারিওর। ব্রাজিলের কোচকে প্রশ্ন করা হয় নেইমার কী ওই দুজনের থেকেও এগিয়ে ? তিতে সাফ জানিয়ে দেন বিভিন্ন যুগের ফুটবলারদের তুলনা করা বোকামি। তবে গ্রেট ফুটবলাররা সব প্রজন্মেই সমান সাফল্য পেতেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাতৃ রূপে মেয়ের পুজো! বাঁকুড়ার জঙ্গলমহলে প্রথমবার কুমারী পুজো
আরও দেখুন

নেইমার নিঃসন্দেহে বড় ফুটবলার। কিন্তু গোল করার ক্ষেত্রে প্রকৃত স্ট্রাইকার হিসেবে বড় রোনাল্ডো এবং রোমারিও এগিয়ে থাকবেন জানিয়েছেন ব্রাজিল কোচ। এই কোপা আমেরিকায় নেইমারকে বিশেষভাবে ব্যবহার করতে চান তিনি। এমনভাবে দল সাজাবেন যাতে বিপক্ষ ডিফেন্ডাররা সর্বদা নেইমারকে নিয়েই ব্যস্ত থাকেন। আর সেই সুযোগে বাজিমাত করে যাবেন অন্য ফুটবলাররা। প্রথম ম্যাচে এই ভাবনা সফল হয়েছে। আগামীদিনে হয় কিনা সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Copa America : ফিট নেইমারের থেকে ভয়ঙ্কর কেউ নেই, বলছেন তিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল