এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) নিজেদের গ্রুপে এক নম্বরে পিএসজি (PSG) ৷ এদিকে এই গ্রুপে রয়েছে ক্লাব বারগি, যারা হারাল আরবি লেইপজিগ৷
মেসি (Lionel Messi) ও কাইলিয়ান এমব্যাপে -র জুটিতে এদিন পিএসজি (PSG) ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ দাপট দেখায়৷ ম্যানচেস্টার সিটি-র মাঝমাঠের বড় ফাঁক থেকে মেসি কাউন্টার অ্যাটাকে ৭৪ মিনিটে গোল করে দেন৷
advertisement
আরও পড়ুন - IPL 2021 Points Table: একই দিনে KKR ও MI -র জয়, বদলে গেল পয়েন্ট টেবলের ছক
এমব্যাপে পিএসজি (PSG) জার্সিতে মেসির (Lionel Messi) প্রথম গোলে সহযোগিতা করেন৷ আর্জেন্টাইন তারকার পিএসজি জার্সিতে এটা প্রথম গোল৷ দেখুন সেই গোল৷
প্যারিস সেন্ট জার্মেইনের (PSG) জার্সিতে এটি চতুর্থ ম্যাচ ছিল৷ গত মাসে রেমিসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে গত মাসে অভিষেক ঘটান৷ এই ম্যাচে প্রথম একাদশের বিকল্প হিসেবে নেমেছিলেন৷
আরও পড়ুন - TMC in Tripura: আমবাসায় এবার দলীয় কার্যালয় খুলল তৃণমূল কংগ্রেস
ঘরের মাঠে লিঁও-র বিরুদ্ধে তিনি অভিষেক করেন৷ সংবাদমাধ্যমকে এদিনের ম্যাচে জয়ের পর লিওনেল মেসি (Lionel Messi) জানিয়েছেন, ‘‘আমি খুশি আমি গোল করেছি৷’’
তিনি আরও বলেন, ‘‘ আমি সাম্প্রতিক খেলায় খেলতে পারিনি৷ এই মাঠে এটা আমার দ্বিতীয় গোল৷ আমি নতুন দলের সঙ্গে মানিয়ে নিচ্ছি৷ আমরা যত এগোবে তত আমাদের মধ্যে যোগাযোগ বাড়বে৷ আমাদের একসঙ্গে বড় হয়ে উঠতে হবে৷ আমাদের সেরাটা দিয়ে যেতে হবে৷ ’’
তিনি আরও বলেছেন, ‘‘ওরা খুব শক্তিশালী প্রতিপক্ষ ৷ আমাদের এই ম্যাচ জেতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল৷ কারণ প্রথম ম্যাচে Brugge -র বিরুদ্ধে ড্র হয়েছে ম্যাচ৷ আমি মাঠেনেমে খেলতে চাইছিলাম আমি খুব বেশি খেলিনি৷ আমার নতুন সতীর্থদের সঙ্গে আমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছি দলের সঙ্গেও৷ আজকে একটা গুরুত্বপূর্ণ দিন৷ ’’