TRENDING:

Euro 2020: মাঝমাঠ থেকে গোল দেগে ইতিহাসে Patrick Schick, রাতারাতি হলেন চোখের মণি

Last Updated:

UEFA Euro 2020 তে Czech Republic বনাম Scotland ম্যাচে Patrick Schick -র কামানের গোলা দেখে নিন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গ্লাসগো: চেক প্রজাতন্ত্রের (Czech Republic) ১০ নম্বর জার্সিধারী প্যাট্রিক শিক (Patrick Schick)  রাতারাতি ফুটবল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠলেন৷ ইউরোর গ্রুপ ডি-র ম্যাচে ২-০গোলে এদিন হারাল স্কটল্যান্ড৷ ম্যাচে শুধু জোড়া গোল করে দলকে জেতানোই নয় যেভাবে মাঝমাঠ থেকে দূরপাল্লার শটে গোল করলেন তা নিঃসন্দেহে ইউরোর ইতিহাস বইয়ে জায়গা করে নেবে৷ ৫৪ গজ বা ৫০ মিটার দূর থেকে গোল করে সবাইকে একেবারে বাকরুদ্ধ করে দিয়েছেন তিনি৷
Patrick Schick's stunner goal in Euro 2020 -Photo- Twitter
Patrick Schick's stunner goal in Euro 2020 -Photo- Twitter
advertisement

গ্যারি লিনেকারের মতো তারকাও নিজের ট্যুইটার হ্যান্ডেল মন্তব্য করেন৷

প্রথমার্ধের ৪২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন শিক৷ কাউন্টার অ্যাটাকে উঠছিল স্কটল্যান্ড , ম্যাচের ৫২ মিনিটে বিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নিয়ে মাঝমাঠ থেকে নিপুণ দক্ষতায় গোলে বল রাখেন তিনি৷ স্কটিশ গোলরক্ষক ডেভি়ড মার্শাল এই হঠাৎ হামলার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না৷ শিকের বাঁ পায়ে নড়ে যায় স্কটিশ গোলদুর্গ৷

advertisement

advertisement

চেক প্রজাতন্ত্রের কাছে ২-০ হেরে যায় স্কটল্যান্ড৷ প্রথমার্ধের শুরু থেকেই দু পক্ষই সুযোগ তৈরি করলেও শিক খেলার ৪২ মিনিটে প্রথম ডেডলক ভাঙেন৷

শিক প্রথম গোলটি করেন হেড থেকে৷  স্কটল্যান্ড ১৯ টি গোলমুখী শট নিয়েছিল যেখানে চেক প্রজাতন্ত্র মাত্র ১০ টি৷ তবে স্কটিশদের এই ক্রমান্বয়ে আক্রমণ প্রতিহত করে গোলদুর্গে ফাটল ধরতে দেননি চেক গোলরক্ষক থমাস ভ্যাকলিক৷

advertisement

শুধু গোলমুখী আক্রমণই নয় এদিন বল পজেশনেও স্কটিশ প্লেয়ারদেরই আধিপত্য ছিল৷ তারা  বিপক্ষের থেকে অনেক বেশি নিজেদর মধ্যে সঠিক পাসও খেলেছিলেন৷ স্কটল্যান্ড এরপর ১৯ জুন খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে অন্যদিকে চেক প্রজাতন্ত্রের পরের খেলা ওই দিনেই৷ তাদের প্রতিপক্ষ গ্রুপ ডি-র ক্রোয়েশিয়া৷

বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: মাঝমাঠ থেকে গোল দেগে ইতিহাসে Patrick Schick, রাতারাতি হলেন চোখের মণি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল