TRENDING:

Euro 2020: Cristiano Ronaldo Coca Cola-র বোতল মুখের সামনে থেকে সরালেন, একদিনে কোম্পানির ক্ষতি ৩৩ হাজার কোটি!

Last Updated:

Euro 2020: রোনাল্ডো (Cristiano Ronaldo) ছোট্ট কাজের ধাক্কা একদিনে বড় ক্ষতি হল Coca Cola-র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: একটা ছোট্ট কাজ আর তাতেই ‘সামাণ্য ক্ষতি’ কোকাকোলার৷ ইউরো ২০২০ সাংবাদিক সম্মেলনে এসে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Portuguese football star Cristiano Ronaldo) নিজের মুখের সামনে রাখা দুটি কোকাকোলার (Coca-Cola) বোতল সরিয়ে দিয়েছিলেন৷ তার বদলে একটি জলের বোতল নিজের সামনে রাখেন৷ Euro 2020 তে ম্যাচের আগে ১৫ জুন সাংবাদিক সম্মেলনে এই কাণ্ড করেন তিনি৷
Cristiano Ronaldo's act during press conference costs Coca-Cola $4 billion -Photo- Reuters
Cristiano Ronaldo's act during press conference costs Coca-Cola $4 billion -Photo- Reuters
advertisement

৩৬ বছরের সিআর সেভেন কার্বনেটেড সফট ড্রিংকস একদম পছন্দ করেন না৷ তাই নিজের অপছন্দের জিনিসটা সামনে থেকে সরিয়ে দেন৷ আর হাতে করে জলের বোতল তুলে ধরে দেখিয়ে সকলকে জল খেতে বলেন৷

সাংবাদিক সম্মেলনে তাঁর মুখে শোনা যায়  ‘Agua!’, যার অর্থ পর্তুগিজে জল৷ কোকাকোলা ইউরো ২০২০ -র সরকারি নন অ্যালকোহলিক পানীয়ের স্পনসর৷ ২০১৯ সালে উয়েফা (UEFA) -র সঙ্গে এই আন্তর্জাতিক নরম পানীয় সংস্থার সঙ্গে চুক্তি হয় তাদের৷ এরই জন্য সারা পৃথিবীতে নিজেদের ব্র্যান্ডকে এই মঞ্চে তুলে ধরার সুযোগ পেয়েছে তারা৷

advertisement

রোনাল্ডো এর আগেও নরম পানীয়ের বিরুদ্ধে কথা বলেছেন৷ এর আগে রোনাল্ডো বলেছিলেন, ‘ কোনও কোনও সময় আমার ছেলে কোকাকোলা , ফ্যানটা ,ক্রিসপস এসব খায় , কিন্তু ও জানে আমি এসব পছন্দ করি না৷ ’’

মার্কায় (Marca ) প্রকাশিত খবর অনুযায়ি রোনাল্ডোর ওই বোতল সরিয়ে দেওয়ার ঘটনায় Coca-Cola-র স্টক প্রাইম একধাক্কায় ১.৬ শতাংশ পড়ে গেছে৷ ২৪২ বিলিয়ন ডলারের কোম্পানি একদিনে নেমে গেছে ২৩৮ বিলিয়ন ডলারের কোম্পানিতে অর্থাৎ ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার কোটি টাকা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাতৃ রূপে মেয়ের পুজো! বাঁকুড়ার জঙ্গলমহলে প্রথমবার কুমারী পুজো
আরও দেখুন

পর্তুগালের ম্যানেজার ফার্নান্দো স্যান্টোস এদিনের সাংবাদিক সম্মেলনে রোনাল্ডোর পাশেই হাজির ছিলেন, তিনি কিন্তু নিজের সামনে থেকে কোকাকোলার বোতল সরাননি৷

বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: Cristiano Ronaldo Coca Cola-র বোতল মুখের সামনে থেকে সরালেন, একদিনে কোম্পানির ক্ষতি ৩৩ হাজার কোটি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল