এর পেছনে অবশ্য একটা কারণও আছে। সম্প্রতি হাঙ্গেরি তাদের স্কুলগুলোতে সমকামিতা এবং ট্রান্সজেন্ডার সম্পর্কিত কোনো কিছু নিয়ে প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয়। এরই প্রতিবাদে মিউনিখে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে আলিয়াঞ্জ এরেনা স্টেডিয়ামকে সমকামীদের প্রতীক রামধনু রঙে রাঙাতে চান মেয়র দিয়েতার রেইতার। এরই মধ্যে স্টেডিয়ামটিকে ওই রঙে রাঙানোর বিষয়ে রিহার্সালও হয়ে গেছে। যে ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জগতে।
advertisement
উয়েফা এক বিবৃতিতে মিউনিখ মেয়রের এই আবেদক বাতিল করে দিয়েছে। তারা বিকল্পও বলে দিয়েছে। জানিয়েছে, ইউরো চলাকালীনই ভিন্ন কোনো দিনে কর্তৃপক্ষ যেন স্টেডিয়ামটিকে ভিন্ন রঙে রাঙায়িত করে। কিন্তু হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের সময় নয়। উয়েফা বিবৃতিতে বলেছে, ‘উয়েফা সাধারণ ধর্মীয় এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সংস্থা। এই আবেদনের (মিউনিখ মেয়রের) মধ্যেই রাজনৈতিক বিষয় জড়িত। যে বিষয়ে হাঙ্গেরিয়ান পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে উয়েফা কিভাবে নিজেদের অবস্থান তৈরি করে ? সুতরাং, আমরা এ আবেদন রাখতে সক্ষম নই।’
স্বাভাবিকভাবেই বিতর্কে জড়াতে রাজি নয় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু মাঠে নামার আগেই সমকামিতা এবং বর্ণবিদ্বেষ নিয়ে জোর লেগে গিয়েছে জার্মানি এবং হাঙ্গেরির। ফুটবলারদের খেলায় এর প্রভাব দেখা যাবে নিশ্চিতভাবেই বলা যায়।পর্তুগালের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করার পর হাঙ্গেরিকে হারাতে প্রস্তুত জোয়াকিম লোর দল।