TRENDING:

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চাইল ভারত, গ্যারান্টি দিল না ফিফা

Last Updated:

ভুলে যান ক্রিকেট। ভারত এখন ফুটবলের দেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘‘ভুলে যান ক্রিকেট, ভারত এখন ফুটবলের দেশ...’’ বিশ্ব ফুটবলের মঞ্চে আজ, শুক্রবার এভাবেই ভারতীয় ফুটবলকে তুলে ধরলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো।
advertisement

পাশাপাশি রাশিয়া বিশ্বকাপে বাড়ছে পুরস্কার মূল্য। ঠিক হয়ে গেল পরবর্তী মহিলা বিশ্বকাপ ফুটবলের দিন। এই সবকে ছাপিয়ে ইনফ্যান্তিনোর দাবি, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজন করে ভারত দেখিয়ে দিল তারা যে কোনও বিশ্বকাপ আয়োজন করতে পারে।

এদিন ফিফার দরবারে আনুষ্ঠানিক ভাবে অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপের দাবি জানালেন এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল। যদিও ভারতকে ওই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে ৷ এমন কোনও নিশ্চয়তা এদিন দেননি ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো ৷

advertisement

FIFA President Gianni Infantino interact with media after FIFA Council meeting in Kolkata on Friday on the eve of FIFA U-17 World Cup final. Photo: PTI

advertisement

যুবভারতী এবং ভারতের কাছে শনিবার রেকর্ড করার সুবর্ন সুযোগ ৷ ফিফার হিসেবে দেখা যাচ্ছে ১৯৮৫-তে যখন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ প্রথম শুরু হয়েছিল সেবার চিনেই সবচেয়ে বেশি দর্শক হয়েছিল ৷ সে বার দর্শক সংখ্যা ছিল ১২৩০৯৭৬। ভারতের হাতে এখনও বাকি দুটো ম্যাচ। তার মধ্যেই ভারতের বিশ্বকাপ দেখেছেন ১২২৪০২৭ দর্শক। শনিবার শুধু ফাইনাল নয় , তৃতীয়-চতুর্থ ম্যাচেও যথেষ্ট দর্শক হওয়ার সম্ভাবনা এখন প্রবল ৷ কারণ ওই ম্যাচে খেলবে ব্রাজিল ৷ প্রথম বিশ্বকাপ আয়োজনেই তাই গোটা বিশ্বকে চমকে দিতে সফল ভারত ৷ ফিফা প্রেসিডেন্টের দরাজ সার্টিফিকেটও এদিনে পেয়ে গেলেন প্রফুল প্যাটেলরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চাইল ভারত, গ্যারান্টি দিল না ফিফা