TRENDING:

পেনাল্টি মিস, ট্র্যাজিক হিরো মেসি, রোনাল্ডো কিন্তু মেসির চেয়ে এগিয়ে

Last Updated:

ম্যাচ শেষে মেসির করুণ মুখটাই বলে দিচ্ছে পুরো কাহিনি ৷ আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিসটাই যেন নব্বই মিনিট শেষে সবচেয়ে বড় হয়ে দাঁড়ালো ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মস্কো : ম্যাচ শেষে মেসির করুণ মুখটাই বলে দিচ্ছে পুরো কাহিনি ৷ আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিসটাই যেন নব্বই মিনিট শেষে সবচেয়ে বড় হয়ে দাঁড়ালো ৷ মেসি এর আগেও পেনাল্টি মিস করেছেন বড় মঞ্চে ৷
advertisement

কোপা আমেরিকার ফাইনালে তিনি পেনাল্টি মিস করেছিলেন ৷  চিলির কাছে কাপ খুইয়েছিল আর্জেন্টিনা ৷ আর আইসল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে মেসির পেনাল্টি মিসটাই আবার সেই কালো ইতিহাসকে মনে করিয়ে দিল ৷

এদিনের ম্যাচে মেসিকে এমনভাবেই মার্ক করেছিলেন আইসল্যান্ডের ডিফেন্ডাররা যে তাঁকে নড়তেও দেওয়া হচ্ছিল না ৷ তাঁরাও বিশ্বমঞ্চে খেলতে এসেছে ৷ তাঁরাও স্ট্র্যাটেজি নেবে সেটা নিঃসন্দেহে ঠিক ৷ কিন্তু যখন পেনাল্টি -র সুযোগ এল তখন মেসি পেনাল্টি নেবেন সেটা সেভ হবে এমনটা ভাবতে আর্জেন্টিনা ফ্যানদের নিঃসন্দেহে নিদারুণ কষ্ট  হয় ৷ আর সেটাই হল ৷ কষ্টটা আরও বোধহয় দ্বিগুণ কারণ একদিন আগেই বিশ্বফুটবলে মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ রোনাল্ডো স্পেনের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেছেন ৷ আবার দুরন্ত ফ্রি কিকে দলকে সমতায় ফিরিয়েছেন ৷

advertisement

আর এদিন ফ্রি কিকেও মেসি ম্যাজিক হল কই ৷ এটাই প্রমাণ হল মেসি রক্ত মাংসের মানুষ ৷ তাঁকেও কাবু করে পারফরম্যান্সের  চাপ ৷ আসলে মেসিকে ভগবান মানেন তাঁর ভক্তরা ৷ তাই এই পেনাল্টি মিসে হৃদয় থেকে রক্ত ঝরলো বুয়েনস আয়ার্স থেকে কলকাতা সব জায়গায় ৷

আন্তর্জাতিক ম্যাচে এখনও অবধি মেসি ১৬ টি পেনাল্টি নিয়েছেন ৷ তার মধ্যে ১২টি সফল ৷ কনভারশন রেট ৭৫ শতাংশ ৷ অন্যদিকে ক্লাবের জার্সি গায়ে মেসির লা লিগায় পেনাল্টি নিয়েছেন ৫৯ টি, তারমধ্যে ৪৮ টি সফল ৷ অর্থাৎ কনভারশন রেট ৮১.৩৫ শতাংশ ৷ চ্যাম্পিয়ন্স লিগে ১৪ টি-র মধ্যে ১১ টি পেনাল্টি নিয়েছেন ৷ অর্থাৎ কনভারশন রেট ৭৮.৫৪ শতাংশ ৷

advertisement

এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর পরিসংখ্যানেও একবার চোখ রাখা যাক ৷ তিনি জাতীয় দলের জার্সিতে ১১টি পেনাল্টির ৭ টি-তে লক্ষ্যভেদ করেছেন ৷ অর্থাৎ কনভারশান রেট ৬৩.৬৩ শতাংশ ৷  এদিকে রিয়ালের জার্সি গায়ে লা লিগায় ৭১ টি-র মধ্যে ৬১ টি গোল করেছেন ৷ অর্থাৎ কনভারশন রেট ৮৫.৯১ শতাংশ ৷ আর চ্যাম্পিয়ন্স লিগে ১৬ টি-র মধ্যে ১৪ টি সফল গোল ৷ এক্ষেত্রে সাফল্যের হার ৮৭.৫০ শতাংশ ৷

advertisement

তবে আজকের দিনটাই এমন যে জাতীয় দলের জার্সিতে পেনাল্টিতে যে রোনাল্ডোকে মাত দিয়েছেন মেসি তা তাঁর ফ্যানরা খুব একটা ভালোভাবে নিতে পারবেন না ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরা! আচমকা আবার হলটা কী? কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন

প্রথম ম্যাচের প্রতিবন্ধকতা থেকে জেগে উঠে মেসি যেন জ্বলে ওঠেন এটাই এখম সারা বিশ্বের মেসি ফ্যানদের প্রার্থনা ৷

বাংলা খবর/ খবর/খেলা/
পেনাল্টি মিস, ট্র্যাজিক হিরো মেসি, রোনাল্ডো কিন্তু মেসির চেয়ে এগিয়ে