TRENDING:

Copa America : এবছর দেখা যাবে না যে তারকাদের ঝলক

Last Updated:

ক্লাব স্তরে অত্যন্ত হতাশাজনক প্রদর্শনীর পর পাওলা দিবালাকে জাতীয় দলে জায়গা দেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনী। ফুটবলার হিসেবে আধুনিক প্রজন্মের অন্যতম সেরা ধরা হয় তাঁকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আর্থার মেলো

ব্রাজিলের তরুণ মিডফিল্ডার আর্থার মেলো। প্রতিভায় ভরপুর মেলো বার্সেলোনার মাঝমাঠে খেলত। কিন্ত গত বছর জুভেন্টাসের মিরালেম পিয়া নিকের সাথে বিনিময় করা হয় মেলোকে। ব্লাউগ্রনা ও বিয়াঙ্কনেরির মধ্যে এই চুক্তিতে লাভ হয়নি কোনো দলেরই। ভুল জায়গায় খেলানোর জন্য যুভের হয়ে বেশি দাগ কাটতে পারেনি মেলো, এবং এই হতাশাজনক প্রদর্শনের জন্য ব্রাজিলের জাতীয় দল থেকে নাম বাদ যায় তাঁর। ২০২১ এর কোপা আমেরিকা তাঁর খেলা হবে না।

advertisement

ফার্নানদিনহো

ব্রাজিলের জাতীয় দল থেকে বাদ পড়েছে ম্যানচেস্টার সিটির অধিনায়ক ফার্নানদিনহো। সম্ভবত চোটের কারণে এবং এই মরশুমে কম সময় মাঠে থাকার জন্য দলে জায়গা দেননি ব্রাজিল কোচ তিতে। তবে অভিজ্ঞ ফুটবলার টির বাদ যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাজিলের সংবাদমাধ্যম। মিডফিল্ডার হিসেবে বিপক্ষ আক্রমণ থামানোর যে কাজ তিনি করেন, সেটা সহজ নয়।

advertisement

মউরো ইকারদি

আর্জেন্টিনার মউরো ইকারদিকে দলে নেওয়া নিয়ে প্রতি বছরই বিতর্ক সৃষ্টি হয়। স্ট্রাইকার হিসেবে খুবই দক্ষ। মেসির কাছের বন্ধু তথা আর্জেন্টিনার জাতীয় দলের ফুটবলার ম্যাক্সি রদ্রিগেজের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়ে আর্জেন্টিনার বোর্ড এবং মেসির সঙ্গে সম্পর্কে খারাপ করে ফেলে। ফলস্বরুপ এবারও ডাক পাননি ইকারদি।

পাওলা দিবালা

ক্লাব স্তরে অত্যন্ত হতাশাজনক প্রদর্শনীর পর পাওলা দিবালাকে জাতীয় দলে জায়গা দেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনী। ফুটবলার হিসেবে আধুনিক প্রজন্মের অন্যতম সেরা ধরা হয় তাঁকে। অতীতে আর্জেন্টিনার জার্সি গায়ে কোপা আমেরিকাতে গোল করেছেন তিনি। কিন্তু চোট সমস্যায় ছন্দ হারিয়েছেন।

advertisement

হামেস রদ্রিগেজ

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে সোনার বল জেতা ফুটবলার হামেস রদ্রিগেজ ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব এভারটনে খেলেন। কলম্বিয়ান ফুটবলের পোস্টার বয় ধরা হত তাঁকে। কিন্তু ফিটনেস সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছেন কলম্বিয়ার কোচ। ফুটবলারটিকে জানানো হয়েছে তাঁকে ছাড়াই কোপা আমেরিকা খেলবে কলম্বিয়া। যদিও হামেস নিজে মানতে চাইছে না ফিটনেস সমস্যার কথা। দল থেকে বাদ পড়ে মন ভেঙে গিয়েছে তাঁর।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Copa America : এবছর দেখা যাবে না যে তারকাদের ঝলক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল