স্প্যানিশ ডিফেন্ডার দিয়েগো লরেন্তে করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানাচ্ছে। বুস্কেটসের পর লরেন্তে দ্বিতীয় ফুটবলার হিসেবে ভাইরাসে আক্রান্ত হলেন। লিথুয়ানিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথম দল নামতে পারেনি স্পেন। ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার ভয়ে অনূর্ধ্ব ২১ দলকে প্রস্তুতি ম্যাচ খেলতে নামিয়েছিল স্পেন। তবে স্পেনের অনূর্ধ্ব ২১ দলই ৪-০ গোলে লিথুয়ানিয়াকে দুরমুশ করেছে। ইউরো শুরুর আগে স্পেন আর কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না। ফলে শেষ ম্যাচেও স্পেনের প্রথম দল নিজেদের যাচাই করে দেখতে পারল না। তার ওপর এই নিয়ে দলের দুজন ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় চাপে পড়ে গেল স্পেন। লরেন্তে ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের হয়ে গেলেন। সেন্ট্রাল ডিফেন্ডারের করোনা আক্রান্ত হওয়ায় স্পেন সত্যিই ইউরো শুরুর আগে মহাসমস্য়ায়।
advertisement
স্পেনের দল এখন রয়েছে লা রোজাসে। সেখানেই দলের সব ফুটবলারদের পিসিআর টেস্ট হয়েছে। প্রথমে ক্যাপ্টেন বুস্কেটসের শরীরের করোনার উপস্থিতি ধরা পড়ে। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ ছিল না। তবে লরেন্তে বেশ দুর্বল বলেই জানা যাচ্ছে। সোম ও মঙ্গলবার রিজার্ভ বেঞ্চ থেকে ছয় জন ফুটবলারকে নিয়েই ট্রেনিং করিয়েছেন স্প্যানিশ কোচ লুই এনরিক। ওই ছয় জন ফুটবলার প্যারালাল বায়ো বাবলে ছিলেন বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থা। আজ স্পেনের সমস্ত ফুটবলারদের টিকাকরণ হওয়ার কথা।