TRENDING:

Euro 2020 Updates: ইউরো বনাম করোনা! আরও এক তারকা সংক্রমিত, টুর্নামেন্ট হবে তো?

Last Updated:

স্পেনের আরও এক তারকা ফুটবলার ভাইরাসে আক্রান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লা রোজাস: গত এক বছরে একের পর এক টুর্নামেন্ট বাতিল হয়েছে। অন্য সব ক্ষেত্রের মতো খেলাধুলাতেও করোনার প্রভাব পড়েছে ভালরকম। দীর্ঘদিন মাঠে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। খালি স্টেডিয়ামে হয়েছে সব ম্যাচ। এক বছরের বেশি সময় ধরে গোটা বিশ্বের খেলাধুলা যেন কোয়ারেন্টাইনে চলে গিয়েছে। তবুও ইউরো কাপ, কোপা আমেরিকা কিছুটা আশার আলো দেখিয়েছিল। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট আবার মাঠে গড়িয়েছে। চলতি মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ফলে দুদিন পর ইউরো কাপ শুরু হওয়া নিয়ে ফের অনিশ্চয়তায় দেখা দিয়েছে। স্পেনের ক্যাপ্টেন সার্জিও বুস্কেটস টুর্নামেন্ট শুরু হওয়ার দিনকয়েক আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। স্পেনের আরও এক তারকা ফুটবলার ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে।
advertisement

স্প্যানিশ ডিফেন্ডার দিয়েগো লরেন্তে করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানাচ্ছে। বুস্কেটসের পর লরেন্তে দ্বিতীয় ফুটবলার হিসেবে ভাইরাসে আক্রান্ত হলেন। লিথুয়ানিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথম দল নামতে পারেনি স্পেন। ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার ভয়ে অনূর্ধ্ব ২১ দলকে প্রস্তুতি ম্যাচ খেলতে নামিয়েছিল স্পেন। তবে স্পেনের অনূর্ধ্ব ২১ দলই ৪-০ গোলে লিথুয়ানিয়াকে দুরমুশ করেছে। ইউরো শুরুর আগে স্পেন আর কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না। ফলে শেষ ম্যাচেও স্পেনের প্রথম দল নিজেদের যাচাই করে দেখতে পারল না। তার ওপর এই নিয়ে দলের দুজন ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় চাপে পড়ে গেল স্পেন। লরেন্তে ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের হয়ে গেলেন। সেন্ট্রাল ডিফেন্ডারের করোনা আক্রান্ত হওয়ায় স্পেন সত্যিই ইউরো শুরুর আগে মহাসমস্য়ায়।

advertisement

স্পেনের দল এখন রয়েছে লা রোজাসে। সেখানেই দলের সব ফুটবলারদের পিসিআর টেস্ট হয়েছে। প্রথমে ক্যাপ্টেন বুস্কেটসের শরীরের করোনার উপস্থিতি ধরা পড়ে। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ ছিল না। তবে লরেন্তে বেশ দুর্বল বলেই জানা যাচ্ছে। সোম ও মঙ্গলবার রিজার্ভ বেঞ্চ থেকে ছয় জন ফুটবলারকে নিয়েই ট্রেনিং করিয়েছেন স্প্যানিশ কোচ লুই এনরিক। ওই ছয় জন ফুটবলার প্যারালাল বায়ো বাবলে ছিলেন বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থা। আজ স্পেনের সমস্ত ফুটবলারদের টিকাকরণ হওয়ার কথা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020 Updates: ইউরো বনাম করোনা! আরও এক তারকা সংক্রমিত, টুর্নামেন্ট হবে তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল