শনিবার রাতে এরিকসনের সংজ্ঞা হারানোর ঘটনার খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। ক্রীড়াপ্রেমীরা এরিকসনের সুস্থতা কামনা করেছিলেন। এমনকী ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, সমস্ত খেলার সঙ্গে জড়িত তারকারা এরিকসনের জন্য প্রার্থনা করেছেন। মাত্র ২৯ বছর বয়সী এরিকসনের এমন অসুস্থতা ভাবিয়ে তুলেছিল অনেককেই। ডেনমার্কের তারকা মিডফিল্ডারের জন্য ক্রিকেট জগতের অনেকেই প্রার্থনা করেছেন। সৌরভ গাঙ্গুলি, রশিদ খান, শ্রেয়াস আইয়ার থেকে শুরু করে মাইকেল ভন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এরিকসনের সুস্থতা কামনা করেছেন। এদিন সৌরভ গাঙ্গুলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তুমি একেবারে সুস্থ হয়ে যাবে ক্রিশ্চিয়ান এরিকসন। আমরা তোমার জন্য প্রার্থনা করছি। তোমাকে খুব শীঘ্রই আবার মাঠে দেখতে পাবো।
advertisement
আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান লিখেছেন, ক্রিশ্চিয়ান এরিকসন আসলে একজন দুরন্ত যোদ্ধা। ওর সুস্থতা কামনা করি। শ্রেয়াস আইয়ার, অশোক দিন্দাও ডেনমার্কের মিডফিল্ডারের সুস্থতা কামনা করেছেন। উয়েফার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছিল, ডেনমার্ক বনাম ফিনল্যান্ডের ম্যাচ পুনরায় শুরু হবে। এদিন অবশ্যই এরিকসনের দল ১০-০ গোলে ফিনল্য়ান্ডের কাছে হেরেছে। তবে রাশিয়ার বিরুদ্ধে গোল করে রোমেলু লুকাকু সেটি এরিকসনকে উৎসর্গ করেছেন। ইন্টার মিলানে এরিকসন ও লুকাকু একসঙ্গে খেলেন।