ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় জুভেন্তাস। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ফ্রেডরিক। ৩১ গোল করে ইতালি লিগে লাজিওর ইমমোবাইলের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
কোভিড পরবর্তী পর্যায়ে রোনাল্ডোর নামের পাশে দশ গোল। সিরি এ, লা লিগা, বুন্দেশলিগা! ইউরোপের প্রথম সারির লিগে কোন তারকা দৌড়ে ধারেপাশে নেই পর্তুগিজ তারকার। সিরি আ-তে এক মরশুমে সর্বোচ্চ গোল করার নজির রয়েছে ফেলিস বোরেলের। ১৯৩৩-৩৪ মরশুমে বোরেলের ৩২ গোলের নজির আজও অক্ষত। চলতি মরশুমে রোনাল্ডোর গোল সংখ্যা ৩১। ২ অগাস্ট রোমার বিরুদ্ধে জালে বল জড়াতে পারলেই ইতালির ঘরোয়া ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নজির ছুঁয়ে ফেলবেন ক্রিস্চিয়ানো রোনাল্ডো। ২০১৮ মরশুমে ১০০ মিলিয়ন ইউরো খরচ করে পর্তুগিজ তারকা কে এনেছিল জুভেন্তাস। সিরি আ-র পর রোনাল্ডোর পাখির চোখ এখন চ্যাম্পিয়নস লিগ।
advertisement
PARADIP GHOSH