TRENDING:

রদ্রিগেজের চোট নিয়ে ধোঁয়াশা কলম্বিয়া শিবিরে

Last Updated:

টানা দু’ম্যাচে জিতে প্রি-কোয়ার্টারে। সামনে এবার ইংল্যান্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মস্কো: টানা দু’ম্যাচে জিতে প্রি-কোয়ার্টারে। সামনে এবার ইংল্যান্ড। নক আউট ম্যাচে হামেস রদ্রিগেজ খেলবেনই এমন কথা বলা যাচ্ছে না। তবে টিম কলম্বিয়া তৈরি ইংল্যান্ডের চ্যালেঞ্জ নেওয়ার জন্য।
advertisement

জাপানের কাছে অপ্রত্যাশিত হার। নকআউটে যাওয়ার অনিশ্চয়তা। তারপর জোড়া জয়। গ্রুপ শীর্ষে। আসল সময়ে ফর্ম ফিরে পেয়েছে কলম্বিয়া। ফিল গুড পরিবেশের মধ্যেই খারাপ খবর, দলের প্রাণভোমরা হামেস রদ্রিগেজের চোট নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

ইংল্যান্ডের আক্রমণ সামলাতে ৪-২-৩-১ ছকে টিম নামাবেন কোচ পেকেরম্যান। পোল্যান্ড এবং সেনেগালের বিরুদ্ধে কলম্বিয়ার দাপুটে জয় স্বস্তি দিয়েছে সমর্থকদের। টিমটার অভিজ্ঞতাও রয়েছে। ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা কলম্বিয়া দলের সিংহভাগ খেলোয়াড়ই রয়েছেন এবার। তবে হামেসের চোট নিয়ে ধোঁয়াশা টিমকে চাপে রেখেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড বেশ ভাল কলম্বিয়ার। এপর্যন্ত পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে কলম্বিয়া। দুটি ড্র। ১৯৯৮ বিশ্বকাপে ইংল্যান্ডকে ২-০ গোলে হারায় কলম্বিয়া।

advertisement

আরও পড়ুন---> ইংল্যান্ডের মিশন কলম্বিয়া, কেনের ফর্মই ভরসা ইংরেজদের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুটের মালিক হামেসকে বেঞ্চে বসতে হতে পারে। তবে কলম্বিয়ান তারকা জানিয়েছেন তিনি তৈরি। ইংল্যান্ডের অধিকাংশ খেলোয়াড়ই নবাগত। বড় আসরের চাপ নেওয়ার মতো ফুটবলার বেশি থাকায় মহা লড়াইয়ের  কলম্বিয়া  ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রদ্রিগেজের চোট নিয়ে ধোঁয়াশা কলম্বিয়া শিবিরে