TRENDING:

East Bengal vs Mumbai City : বাঙালি গোলরক্ষকের হাতেই আইএসএলে ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব থাকছে নতুন মরশুমে

Last Updated:

SC East Bengal new season captain will be Arindam Bhattacharya. শেষ দুর্গের প্রহরীর হাতেই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিল ইস্টবেঙ্গল।বড় সম্মান পেলেন অরিন্দম ভট্টাচার্য।সহ-অধিনায়ক নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার সেন্টার-ব্যাক টমিস্লাভ মার্সেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোয়া:  শেষ দুর্গের প্রহরীর হাতেই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিল ইস্টবেঙ্গল। বাংলার ক্লাবের আর্মবান্ড থাকবে একজন বাঙালির হাতেই। দলের মধ্যে টিম স্পিরিট তৈরি করার জন্য এটাই স্প্যানিশ কোচের দাওয়াই। গত মরসুমে প্রতিযোগিতার সেরা গোলকিপার হওয়া সত্ত্বেও এটিকে মোহনবাগান রাখেনি তাঁকে। যোগ দিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গলে। নতুন দলে যোগ দিয়েই বড় সম্মান পেলেন অরিন্দম ভট্টাচার্য। সরাসরি নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল তাঁকে। সহ-অধিনায়ক নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার সেন্টার-ব্যাক টমিস্লাভ মার্সেলা।
ইস্টবেঙ্গলের অধিনায়ক নির্বাচিত হলেন অরিন্দম, সহ-অধিনায়ক
টমিস্লাভ
ইস্টবেঙ্গলের অধিনায়ক নির্বাচিত হলেন অরিন্দম, সহ-অধিনায়ক টমিস্লাভ
advertisement

আরও পড়ুন - India Vs Pakistan series : অদূর ভবিষ্যতেও ভারত পাকিস্তান সিরিজের আশা দেখতে পাচ্ছেন না আইসিসির কর্তারা

অনেকেই তাঁকে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ তারকা হিসেবে বর্ণনা করেছেন। মিডফিল্ডে অমরজিৎ নিজেকে ধরে রাখতে পারলে অনেক দূর যাবেন সন্দেহ নেই। একজন কমপ্লিট মিডফিল্ডারের যা যা গুণ থাকা দরকার, সবই রয়েছে মনিপুরের এই ছেলের। এফসি গোয়া থেকে এই মরশুমে লোনে লাল-হলুদে যোগ দিয়েছেন অমরজিৎ। গত বারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে রবিবার প্রস্তুতি ম্যাচে তাঁকে দেখে নেওয়ার পরিকল্পনা রয়েছে দিয়াসের।

advertisement

কেমন চলছে প্রস্তুতি? অমরজিতের কথায়, ‘‘ফুটবলাররা সকলেই খুব উজ্জীবিত। আমাদের প্রস্তুতিও খুব ভাল হচ্ছে। ধীরে ধীরে বোঝাপড়াও গড়ে উঠছে। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’’ আইএসএলে লাল-হলুদের প্রথম ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে ২১ নভেম্বর। জয় দিয়ে যাত্রা শুরু করতে মরিয়া অমরজিৎ বললেন, ‘‘হাতে খুব বেশি সময় নেই। এ বার প্রথম ম্যাচে আমাদের যে কোনও মূল্যে জিততেই হবে। তার পরে ধাপে ধাপে এগোতে চাই।’’

advertisement

সমর্থকদের উদ্দেশে লাল-হলুদ মিডফিল্ডারের বার্তা, ‘‘অতীতে ভাল এবং খারাপ, সব সময়ই আপনারা আমাদের পাশে থেকেছেন। আশা করছি, এবারও তার ব্যতিক্রম হবে না।’’ ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন মরশুমে আর এক ভুল করতে রাজি নয় এস সি ইস্টবেঙ্গল। প্রথম থেকেই এবার অনেক বিজ্ঞানসম্মত ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমদিকে কিছুটা সন্দেহ থাকলেও, স্প্যানিশ ম্যানেজার ম্যানুয়াল ডিয়াজ গোয়ায় আসার পর থেকে সবকিছুই পরিকল্পনা মাফিক এগিয়েছে।

advertisement

ছোট ছোট জিনিস পার্থক্য করে দেয় আইএসএল এর মত টুর্নামেন্টে। সেসব মাথায় রেখেই কোচ দল নির্বাচন করেছেন। যথেষ্ট সময় পাওয়া গিয়েছে প্রস্তুতি নেওয়ার। লাল হলুদ সর্মথকরা আশাবাদী হতেই পারেন। দলে এমন ভারতীয় ফুটবলার রয়েছেন যাঁদের প্রথম থেকে আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। বিদেশিরাও সেরা পর্যায়ে খেলেছেন। দলের গভীরতা এক কথায় যথেষ্টই ভাল।

advertisement

ভারতীয় দলে খেলা রাজু গায়কোয়াড়, আদিল খান রয়েছেন। পারথ গ্লোরির প্রাক্তন ডিফেন্ডার অস্ট্রেলিয়ান সেন্টার-ব্যাক টমিস্লাভ মার্সেলা যেমন রয়েছেন তেমনই রয়েছেন ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব ২১ দলের স্টপার ফ্রাঞ্জো প্রেস, তিনি আবার ইতালিয়ান সেরি আ-তে লাজিওর হয়ে খেলেছেন। বিকাশ জাইরু, রফিকদের মত অভিজ্ঞ ভারতীয় ফুটবলাররাও এবার মরিয়া মশাল ব্রিগেডকে সাফল্য এনে দিতে।

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal vs Mumbai City : বাঙালি গোলরক্ষকের হাতেই আইএসএলে ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব থাকছে নতুন মরশুমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল