TRENDING:

SAFF Championship 2021: India vs Maldives: সুনীল ছেত্রীর জোড়া গোলে ফাইনালে ভারত

Last Updated:

SAFF Championship 2021: ভারত বনাম মলদ্বীপ (India vs Maldives) ম্যাচে ৩-১ গোলে জয় ভারতীয় ফুটবল দলের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  ভারত বনাম  মলদ্বীপ (India vs Maldives)  ম্যাচে ৩-১ গোলে জয় ভারতীয় ফুটবল দলের৷ এই জয়ের সুবাদেই স্বাভাবিকভাবেই  সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2021) ফাইনালে পৌঁছলো তারা৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)৷ ফাইনাল শনিবার৷ সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2021) ফাইনালে তাদের প্রতিপক্ষ নেপাল৷ এর আগের সাক্ষাতে যাদের বিরুদ্ধে জিতেছে ব্লু টাইগাররা৷
 SAFF Championship 2021: India vs Maldives: Sunil Chhetri scores twice against Maldives and India reaches final- Photo Courtesy- India Football Team/ Twitter
SAFF Championship 2021: India vs Maldives: Sunil Chhetri scores twice against Maldives and India reaches final- Photo Courtesy- India Football Team/ Twitter
advertisement

এদিনে ম্যাচে মনবীর সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত৷ শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিল ভারত৷  ম্যাচের ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মনবীর৷ এরপর অবশ্য ৪৩ মিনিটে পেনাল্টি পায় মলদ্বীপ (India vs Maldives) ৷ বক্সে ফাউল করেন প্রীতম কোটাল আর তাতেই পেনাল্টি , কোনও ভুল করেনি আলি আশফাক গোল করে সমতা ফেরান৷ প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে৷

advertisement

আরও পড়ুন - IPL 2021: দিল্লিকে দুরমুশ করল নাইটরা, KKR এবার IPL Final-এ, প্রতিপক্ষ CSK

দ্বিতীয়ার্ধে নেমেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় ব্লু টাইগার৷ তিনি দ্বিতীয়ার্ধে ৬২ ও ৭১ মিনিটে ২ টি গোল করেন৷ আপুইয়ার বক্সে ডেলিভারি মনবীর কোনও ভুল করেননি, তারপর গোল করে দেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)৷

advertisement

এদিকে ৭১ মিনিটে প্রীতম কোটালের ফ্রিকিক বিপক্ষের জালে জড়িয়ে স্কোরলাইন ৩-১ করে দেন সুনীল ছেত্রী৷ ৩- ১ পিছিয়ে যাওয়ার পর মলদ্বীপ আর ম্যাচে ফিরতে পারেননি৷ দিন কয়েক আগেই পেলে- রেকর্ড তারপরেই আবার দলকে ফাইনালে পৌঁছে দেওয়ায় দুটি গোল, সুনীল ছেত্রী (Sunil Chhetri) ধারাবাহিকতা অটুট রেখেছেন৷

advertisement

আরও পড়ুন- IPL 2020: Delhi Capitals-র Rishabh Pant কে প্রকাশ্যে ‘এই’ কথা লিখলেন Urvashi Rautela, তারপর...

মলদ্বীপের মালেতে ন্যাশানাল ফুটবল স্টেডিয়ামে খেলা ম্যাচে ফাইনালের টিকিট পেল ভারতীয় ফুটবল দল৷

এদিকে ম্যাচের ৮১ মিনিটে মাঠের বাইরেও হয় বড় নাটক৷ ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাককে মাঠের বাইরে যেতে হয়৷ এদিন তাঁকে ডবল হলুদ কার্ড দেখান রেফারি৷ ম্যাচের অতিরিক্ত সময়ে মাঠে ফের উত্তেজনা ছড়ায়৷ ফাউল করার কারণে কার্ড দেখে মাঠ ছাড়তে হয় শুভাশিস বসুকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

এদিকে এই দুই কার্ডের কারণের ফল পোয়াতে হবে ভারতীয় ফুটবল দলকে৷ ফাইনালে সাইডবেঞ্চে থাকবেন না কোচ স্টিমাক৷ অন্যদিকে ডিফেন্সে পাওয়া যাবে না শুভাশিসকেও৷

বাংলা খবর/ খবর/খেলা/
SAFF Championship 2021: India vs Maldives: সুনীল ছেত্রীর জোড়া গোলে ফাইনালে ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল