কিন্তু এবার আর সেই মিষ্টি লড়াই নেই ৷ সচিন নিজের সত্ত্ব ছেড়ে দিয়েছেন কেরালা ব্লাস্টার্স থেকে ৷ এবার তিনি আর এই দলের অংশ নন ৷ কিন্তু কেরলের কোচ থেকে প্লেয়ার সকলেই এখনও মনে করছেন সচিনের দলের সঙ্গে আছেন ৷ কারণ এই দলটি তৈরির শুরু থেকে সচিন সরাসরি যুক্ত ছিলেন ৷ কেরল কোচ ডেভিড জেমস এও জানিয়েছেন কেরলের জার্সির রঙটিও সচিনেরই বেছে নেওয়া ৷ তাহলে কী করে তিনি দলের সঙ্গে না থাকতে পারেন ৷
advertisement
তবে সকলেই জানেন সত্যিটা কি ৷ যেকোনও কারণেই হোক সচিন সিদ্ধান্ত নিয়েছেন কেরালা ব্লাস্টার্স থেকে সরে দাঁড়ানোর ৷ সন্দেশ জিঙ্গনের কথায় প্লেয়ার আসে যায়, কোচ আসে যায় ৷ সেটা মেনে নেওয়ায় পেশাদারিত্বের লক্ষণ ৷ এবারও সেটা মেনেই এগিয়ে চলতে হবে ৷
আরও পড়ুন - শনিবার আইএসএলে অভিযান শুরু ATK-র, কী বললেন সৌরভ
পাশাপাশি এটিকের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী কেরল ৷ এই প্রতিদ্বন্দ্বিতাটা আলাদা মাত্রার মানছেন কেরল কোচও ৷