TRENDING:

হবে না দাদা বনাম তেন্ডুলকর লড়াই, সচিনের বেছে নেওয়া রঙেই কেরলের জার্সি, না থেকেও তিনি আছেন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কেরল ব্লাস্টার্স বনাম এটিকে এই ম্যাচে বাড়তি আগ্রহ থাকত দর্শকদের ৷ গত চার মরশুমে এই ম্যাচ ঘিরে সেরা দুই বন্ধুর প্রতিপক্ষ হওয়ার লড়াই দেখেছ ভারতীয় ফ্যানরা ৷
advertisement

কিন্তু এবার আর সেই মিষ্টি লড়াই নেই ৷ সচিন নিজের সত্ত্ব ছেড়ে দিয়েছেন কেরালা ব্লাস্টার্স থেকে  ৷ এবার তিনি আর এই দলের অংশ নন ৷ কিন্তু কেরলের কোচ থেকে প্লেয়ার সকলেই এখনও মনে করছেন সচিনের দলের সঙ্গে আছেন ৷ কারণ এই দলটি তৈরির শুরু থেকে সচিন সরাসরি যুক্ত ছিলেন ৷ কেরল কোচ ডেভিড জেমস এও জানিয়েছেন কেরলের জার্সির রঙটিও সচিনেরই বেছে নেওয়া ৷ তাহলে কী করে তিনি দলের সঙ্গে না থাকতে পারেন ৷

advertisement

তবে সকলেই জানেন সত্যিটা কি ৷ যেকোনও কারণেই হোক সচিন সিদ্ধান্ত নিয়েছেন কেরালা ব্লাস্টার্স থেকে সরে দাঁড়ানোর ৷ সন্দেশ জিঙ্গনের কথায় প্লেয়ার আসে যায়, কোচ আসে যায় ৷ সেটা মেনে নেওয়ায় পেশাদারিত্বের লক্ষণ ৷ এবারও সেটা মেনেই এগিয়ে চলতে হবে ৷

আরও পড়ুন - শনিবার আইএসএলে অভিযান শুরু ATK-র, কী বললেন সৌরভ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

পাশাপাশি এটিকের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী কেরল ৷ এই প্রতিদ্বন্দ্বিতাটা আলাদা মাত্রার মানছেন কেরল কোচও ৷

বাংলা খবর/ খবর/খেলা/
হবে না দাদা বনাম তেন্ডুলকর লড়াই, সচিনের বেছে নেওয়া রঙেই কেরলের জার্সি, না থেকেও তিনি আছেন