২০১৮ সালের পর এই প্রথমবার মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে মেসির বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছিল সিআর সেভেনের জুভেন্তাস। মেসিও খুব ভাল খেলেছিলেন। কিন্তু গোলের দেখা পাননি। বিপরীতে পেনাল্টি থেকে জোড়া গোল করেন রোনাল্ডো। এই ম্যাচ নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনায় ছিল রোনাল্ডো-মেসি দ্বৈরথ। যদিও ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় খুব ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন পর্তুগিজ তারকা।
advertisement
মেসির সঙ্গে প্রতিযোগিতা নিয়ে তিনি বলেছেন, মেসির সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই। তাঁরা দুজনেই দলের জন্য সবকিছু উজাড় করে দেন। খেলোয়াড়েরা অনেকটা বাধ্য হয়েই নিজেদের আবেগ সামলে রাখেন। কিংবা তাঁদের আবেগ সামলে রাখতে হয়। কিন্তু সমর্থকেরা এবং খেলোয়াড়দের কাছের মানুষেরা তা করবেন কেন? তাই মেসিকে এবার অপমানই করে বসলেন রোনাল্ডোর বোন! সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন রোনাল্ডোর বোন এলমা আভেইরা। সেই ছবিতে দেখা যাচ্ছে, পর্তুগিজ তারকা দুই হাত দুদিকে ছড়িয়ে দিয়ে চেনা ভঙ্গিতে গোল উদ্যাপন করছেন। মেসি একটু নিচে হাঁটু গেড়ে বসে রোনাল্ডোকে পুজো করছেন! ক্যাপশনে রোনাল্ডোর বোন আভেইরা লিখেছেন, ‘‘আমার রাজা। সর্বকালের সেরা। আমার জীবনের গর্ব।’’ আভেইরার এই পোস্ট নিয়ে এখন সোশ্যাল সাইটে তুলকালাম চলছে মেসি আর রোনাল্ডো সমর্থকদের মাঝে। সাম্প্রতিক কালের বিশ্ব ফুটবলের দুই সেরা নায়ক এমনিতে একে অপরের প্রতি বেশ শ্রদ্ধাশীল।
মিডিয়াতে একে অপরের প্রশংসা ছাড়া নিন্দা করেন না। গত ১২ বছরের বেশি সময় ধরে ফুটবল সাম্রাজ্যের সেরা আসন তাঁদের দখলে। মেসির যেখানে হাফ ডজন ব্যালন ডি'ওর, রোনাল্ডোর সেখানে পাঁচটি। বিশ্ব ফুটবলের দু’জনেই সবচেয়ে বড় দূত। কিন্তু এই পরিস্থিতি একটা ভুল বার্তা দিয়ে গেল। অবশ্য এর ফলে দুই মহাতারকার সম্পর্কে শীতলতা আসে কিনা সেটাই দেখার।
Written By Rohan Roychowdhury