TRENDING:

৭৫০ গোল, নতুন মাইলস্টোন রোনাল্ডোর ! ইতিহাস গড়লেন মহিলা রেফারি স্টেফানি

Last Updated:

৫৭ মিনিটে ডান দিক থেকে একটা ক্রস পা লাগিয়ে জালে পাঠান পর্তুগিজ তারকা। এই গোলটার সৌজন্যে কেরিয়ারে সব মিলিয়ে ৭৫০ গোলের মালিক হয়ে গেলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Photo Courtesy: Juventus/Twitter
advertisement

#রোম: বয়সটা তার কাছে একটা সংখ্যা মাত্র। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। বুধবার রাতে চাম্পিয়ন্স লিগের ম্যাচে আবার বুঝিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউক্রেনের ডায়নামো কিয়েভের বিরুদ্ধে সহজ ৩-০ জয় পেল জুভেন্টাস। রোনাল্ডো করেছেন একটি গোল। বাকি দুটি গোল মোরাতা এবং চিয়েসার।

৫৭ মিনিটে ডান দিক থেকে একটা ক্রস পা লাগিয়ে জালে পাঠান পর্তুগিজ তারকা। এই গোলটার সৌজন্যে কেরিয়ারে সব মিলিয়ে ৭৫০ গোলের মালিক হয়ে গেলেন তিনি। ভাগ্য খারাপ, দুটি শট পোস্টে লেগে প্রতিহত না হলে এদিন হ্যাটট্রিকও করতে পারতেন। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর বার্তা, " ৭৫০ গোল মানে ৭৫০ সুখের মুহূর্ত। সকলকে ধন্যবাদ। আমার পরবর্তী লক্ষ্য ৮০০ গোল।’’

advertisement

এই ম্যাচ খেলতে নামার আগেই শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে ফেলেছিল জুভেন্টাস। এই জয়ের ফলে এখন ও তাদের সামনে সুযোগ রয়েছে একই গ্রুপে থাকা বার্সেলোনাকে টপকে গ্রুপ শীর্ষে থাকার। কোচ পিরলো দলের পারফরম্যান্সে খুশি। ম্যাচ শেষে জানিয়েছেন, "ক্রিশ্চিয়ানোকে দেখে প্রতিদিন অবাক হতে হয়। দেখে মনে হয় ওর বয়স বাড়ছে না, কমছে। ওকে এভাবেই দেখতে চাই। দল হিসেবেও আমরা প্রতিদিন উন্নতি করছি।"

advertisement

এদিন ইতিহাসের নাম লেখালেন মহিলা রেফারি স্টেফানি ফ্রাফার্ট। ৩৬ বছরের স্টেফানি প্রথম মহিলা রেফারি হিসেবে পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ন্ত্রণ করলেন। কখনও মুখে হাসি,কখনও কড়া হাতে হলুদ কার্ড, এক কথায় নতুন দিশা দেখিয়ে গেলেন তিনি। অতীতে মহিলাদের বিশ্বকাপ এবং সুপার কাপে রেফারিং করেছিলেন তিনি। ম্যাচ শেষে রোনাল্ডোকে তার সঙ্গে হাত মেলাতে দেখা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rohan Roy Chowdhury

বাংলা খবর/ খবর/খেলা/
৭৫০ গোল, নতুন মাইলস্টোন রোনাল্ডোর ! ইতিহাস গড়লেন মহিলা রেফারি স্টেফানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল